জাতীয়

শিগগিরই গঠন হচ্ছে তথ্য কমিশন, জানালেন তথ্য উপদেষ্টা

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনায় তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বললেন, সংশোধিত আইনের ভিত্তিতে দ্রুত কমিশন গঠন করা হবে

এবিএনএ:  শিগগিরই দেশে নতুন তথ্য কমিশন গঠনের আশ্বাস দিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। তিনি বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে কমিশন গঠনের প্রস্তাব ইতোমধ্যেই পাঠানো হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশনের অডিটোরিয়ামে আয়োজিত আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৫ উপলক্ষে আলোচনায় তিনি এ কথা জানান।

আইন সংশোধনের উদ্যোগ

মাহফুজ আলম জানান, জনপ্রশাসন সংস্কার কমিশন ও গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ অনুসারে তথ্য অধিকার আইনের কয়েকটি ধারা সংশোধনের কাজ চলছে। সংশোধনের ক্ষেত্রে অংশীজনদের মতামতও গুরুত্বসহকারে নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, তথ্য অধিকার আইন বাস্তবায়নে মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে। তথ্য প্রবাহকে সহজ ও স্বচ্ছ করতে সবাইকে এগিয়ে আসতে হবে।

সচিবের বক্তব্য

আলোচনার বিশেষ অতিথি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের অন্যতম লক্ষ্য হলো তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা। তিনি জানান, পরিবেশগত তথ্য জনগণকে সচেতন করার পাশাপাশি নীতি নির্ধারণে সহায়তা করে। প্রযুক্তিগত বৈষম্য কমিয়ে তথ্যপ্রাপ্তি সহজ করার ওপরও তিনি গুরুত্ব দেন।

টিআইবি’র মতামত

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, গত এক বছরে তথ্য কমিশন না থাকায় বহু আপিল ঝুলে আছে। এতে জনগণের তথ্যপ্রাপ্তি বাধাগ্রস্ত হচ্ছে। তিনি সরকারের কাছে দ্রুত কমিশন গঠনের আহ্বান জানান। পাশাপাশি প্রস্তাব দেন, রাজনৈতিক দল ও ব্যবসা প্রতিষ্ঠানকেও তথ্য অধিকার আইনের আওতায় আনা উচিত।

অনুষ্ঠানের অন্যান্য দিক

তথ্য কমিশনের সচিব নূর মো. মাহবুবুল হকের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম।

‘পরিবেশের তথ্য ডিজিটাল যুগে হোক সুনিশ্চিত’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত এই আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন তথ্য কমিশনের পরিচালক এ কে এম আজিজুল হক।

অনুষ্ঠানে তথ্য মন্ত্রণালয় ও এর অধীন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button