বিনোদন

শেষ বিদায় ববি শারম্যানকে: ক্যান্সারের কাছে হার মানলেন সত্তরের সেই তারকা

মার্কিন গায়ক ও অভিনেতা ববি শারম্যান ক্যান্সারে মৃত্যুবরণ করেছেন, স্ত্রী ব্রিজিট শারম্যান জানালেন তাঁর জীবনের শেষ মুহূর্তের আবেগঘন গল্প

এবিএনএ:  হলিউডের সত্তরের দশকের অন্যতম জনপ্রিয় গায়ক ও অভিনেতা ববি শারম্যান ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর চলে গেলেন না ফেরার দেশে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। মঙ্গলবার যুক্তরাষ্ট্রে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এই দুঃখজনক সংবাদ নিশ্চিত করেছেন তাঁর স্ত্রী ব্রিজিট পুয়েবলন শারম্যান।

ইনস্টাগ্রামে দেওয়া এক আবেগময় বার্তায় ব্রিজিট লেখেন, “আমার স্বামী, আমার জীবনের রাজপুত্র ববি শারম্যান আজ আমাদের ছেড়ে চলে গেলেন। আমাদের ২৯ বছরের দাম্পত্য জীবনের প্রতিটি মুহূর্তই তিনি ভালোবাসা ও সাহসে পূর্ণ করে তুলেছিলেন। বিদায়ের মুহূর্তেও তিনি আমার হাত ধরে ছিলেন।”

তিন মাস আগেই জানা গিয়েছিল, ববি শারম্যান চতুর্থ পর্যায়ের ক্যান্সারে আক্রান্ত। সেই সময় থেকেই তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি শুরু হয়। প্রথমে কিডনিতে ধরা পড়লেও পরে ক্যান্সার তার শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। শেষ দিনগুলোতে স্ত্রী ব্রিজিট তাঁর ভক্তদের পাঠানো চিঠিগুলো পড়ে শোনাতেন, যা শুনে ববি আবেগে আপ্লুত হয়ে পড়তেন। ব্রিজিট জানান, মৃত্যুর প্রহর গোনার মাঝেও তাঁর হাসি, রসবোধ এবং জীবনের প্রতি ভালোবাসা অটুট ছিল।

ববি শারম্যান শুধু একজন গায়ক ও অভিনেতা ছিলেন না— তিনি ছিলেন মানুষের সেবায় নিবেদিত এক ব্যতিক্রমী ব্যক্তিত্ব। গ্ল্যামার জগৎ থেকে সরে এসে তিনি কাজ শুরু করেন একজন ইমার্জেন্সি মেডিক্যাল টেকনিশিয়ান (EMT) হিসেবে। পাশাপাশি লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগেও (LAPD) প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন এবং বহু মানুষের জীবন রক্ষা করেন।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন বন্ধু ও সহ-অভিনেতা জন স্টামোস। ইনস্টাগ্রামে তিনি লেখেন, “সত্তরের দশকের টিন আইডল আজ নক্ষত্রপুঞ্জে রূপ নিলেন। চিরশান্তিতে ঘুমাও ববি শারম্যান।”

১৯৬৮ সালে ‘হিয়ার কাম দ্য ব্রাইডস’ নামক টিভি সিরিজে অভিনয়ের মাধ্যমে পরিচিতি লাভ করেন ববি। এরপর সঙ্গীতজগতে আত্মপ্রকাশ করে তিনি একের পর এক হিট গান উপহার দেন— ‘লা লা লা ইফ আই হ্যাড ইউ’, ‘ইজি কাম ইজি গো’, ‘লিটল ওমেন’ এবং ‘জুলি, ডু ইউ লাভ মি’-র মতো গানগুলো বিলবোর্ড চার্টে শীর্ষস্থানে জায়গা করে নেয়।

ববি শারম্যানের জীবন ও কর্ম স্মরণীয় হয়ে থাকবে তাঁর ভক্ত ও অনুরাগীদের কাছে, যারা আজ গভীর শোক ও শ্রদ্ধায় স্মরণ করছেন তাঁকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button