আন্তর্জাতিক

বিধানসভার ন্যায় দণ্ড নিয়ে পালালেন তৃণমূল কংগ্রেস নেতা (ভিডিও)

এবিএনএ : ত্রিপুরা বিধানসভা অধিবেশন চলাকালীন বিধানসভার ন্যায় দণ্ড ছিনিয়ে নিলেন বিরোধী তৃণমূল কংগ্রেস দলের বিধায়ক।

সোমবার (১৯ ডিসেম্বর) ত্রিপুরা বিধানসভার শীতকালীন অধিবেশনের শেষ দিন। এদিন আলোচনা চলছিল রাজ্যে ঘটতে থাকা নারী নির্যাতনসহ নারী নির্যাতন সংক্রান্ত অপরাধ নিয়ে।

আলোচনায় বিরোধী তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা প্রাক্তন বিরোধীদল নেতা সুদীপ রায় বর্মণ বলেন, বনমন্ত্রী নরেশ জামাতিয়ার পদত্যাগের দাবি জানাই।

কিন্তু বিধানসভার স্পিকার রমেন্দ্র চন্দ্র দেবনাথ বিধায়ক সুদীপ রায় বর্মণের কথা না শুনে তাকে বসতে বলে কাজ চালিয়ে যান।

এ সময় বনমন্ত্রী নরেশ জামাতিয়ার বিরুদ্ধে সরব হয়ে ওঠেন সবাই। তখনই উত্তেজনার বসে হঠাৎ করে ন্যায়দণ্ড নিয়ে ছুট দেন সুদীপ রায় বর্মণ। পরে তার পিছনে এক মার্শাল ছুটে যান সেই ন্যায়দণ্ড উদ্ধার করার জন্য।
এর আগেও ২০১৩ সালে কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা সভা থেকে ন্যায় দণ্ড ছিনিয়ে নিয়েছিলেন।

https://youtu.be/JwC9IubTrVo?t=2

Share this content:

Back to top button