“১৬ বছর বয়সে মা হওয়া বাড়াবাড়ি ছিল” – খোলামেলা স্বীকারোক্তি শ্রাবন্তীর
অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় বললেন, অল্প বয়সে মা হওয়ার সুবিধা থাকলেও ১৬ বছর বয়সে মাতৃত্ব নেওয়া তার কাছে অস্বাভাবিক মনে হয়েছে।


এবিএনএ: মাত্র দশ বছর বয়সেই অভিনয়ের দুনিয়ায় পা রাখেন জনপ্রিয় টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। দ্রুতই নিজেকে নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করলেও, জীবনের শুরুর দিকেই তিনি এক ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি হন। মাত্র ১৬ বছর বয়সে বিয়ে এবং এর এক বছর পর সন্তান জন্ম দেন তিনি। এই ঘটনা তাকে বারবার আলোচনায় এনেছে এবং আজও প্রশ্নবাণে পড়তে হয় তাকে।
সম্প্রতি আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রাবন্তী খোলামেলাভাবে বলেন, “তখন আমি ক্লাস টেনে পড়ি, আর আমার প্রথম সিনেমা ‘চ্যাম্পিয়ন’ মুক্তি পায়। এরপর ক্লাস ইলেভেনে পড়ার সময় মা হই। অনেকেই এটাকে অস্বাভাবিক মনে করে, কেউ কেউ বলে ‘এঁচোড়ে পাকা’। সমালোচনাও হয়েছিল প্রচুর।”
তিনি যোগ করেন, “আসলে তখন বয়স খুবই কম ছিল। ১৬ বছর বয়সে মা হওয়া সত্যিই বাড়াবাড়ি। তবে একদিক দিয়ে সুবিধাও ছিল। কারণ সন্তান হওয়ার কয়েক বছরের মধ্যেই আমি আবার অভিনয়ে ফিরতে পেরেছিলাম। মাত্র ২১ বছর বয়সেই আবার ক্যারিয়ারে ঝাঁপিয়ে পড়ি।”
অল্প বয়সের অভিজ্ঞতা হয়তো তাকে কঠিন করে তুলেছে, তবে নায়িকা হিসেবে নিজের অবস্থান তিনি শক্তভাবেই ধরে রেখেছেন। এখনো সমান তালে কাজ করে যাচ্ছেন। আসছে দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে তার নতুন ছবি ‘দেবী চৌধুরাণী’, যা নির্মিত হয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে। দীর্ঘদিন পর এই ছবিতে আবারও জুটি হয়েছেন প্রসেনজিৎ ও শ্রাবন্তী।
নতুন সিনেমা নিয়ে কথা বলতে গিয়ে শ্রাবন্তী বলেন, “আমাদের প্রত্যেকের মধ্যেই ‘দেবী চৌধুরাণী’র শক্তি আছে। পরিস্থিতি মানুষকে লড়াই করতে শেখায়, জন্মের সঙ্গে সঙ্গে কেউ তা শিখে আসে না।”