স্বজনপ্রীতির জবাবে সোনাক্ষী সিনহার তীর্যক হাসি, ব্যঙ্গাত্মক বিজ্ঞাপনে মাত বলিউড
ধনতেরাস উপলক্ষে বিজ্ঞাপনী ভিডিওতে ‘গোল্ডেন স্পুন’ হাতে নেপোটিজম বিতর্কে নিজেকে ব্যঙ্গ করলেন সোনাক্ষী সিনহা, প্রশংসায় ভাসছেন অনুরাগীরা


এবিএনএ: বিয়ের পর অনেকটাই সংযত হয়ে উঠেছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। ব্যক্তিজীবনের নানা গুঞ্জন বা বিতর্কে নীরবতা বজায় রাখলেও, নিজের প্রতি করা সমালোচনার জবাবে এবার মুখ খুললেন তিনি। বলিউডে স্বজনপ্রীতি বা ‘নেপোটিজম’ বিতর্কে সমালোচকদের জবাব দিতে অভিনব পথ বেছে নিয়েছেন শত্রুঘ্নু সিনহার কন্যা।
ভারতের সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন জানিয়েছে, ধনতেরাস উপলক্ষে এক অনলাইন শপিং সাইটের বিজ্ঞাপনে অভিনয় করেছেন সোনাক্ষী। সেখানে তাকে দেখা যায়, গর্ভকাল থেকেই মুখে ‘সোনার চামচ’ নিয়ে জন্মাতে। শৈশব থেকে সেই সোনার চামচকেই যত্ন করে মুছে রাখতে দেখা যায় তাকে। এমনকি, সেই চামচ মুখে নিয়েই নিজের বিখ্যাত সংলাপ বলেন— “থাপ্পড় সে ডর নেহি লাগতা সাহাব, প্যায়ার সে লগতা হ্যায়।”
বিজ্ঞাপনটির প্রতিটি দৃশ্যেই স্পষ্টভাবে দেখা যায়, নেপোটিজম বিতর্ককে কৌতুকরসের মাধ্যমে ব্যঙ্গ করেছেন সোনাক্ষী। এক পর্যায়ে নিন্দুকদের উদ্দেশে তিনি বলেন, “জন্মের সঙ্গে সোনার ভাগ্য মিলে গেছে, এবার আপনারা নিজেদেরটা দেখুন।”

বিনোদন জগতে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই স্বজনপ্রীতি নিয়ে তীব্র বিতর্ক চলছে। কঙ্গনা রনৌতসহ অনেক তারকাই বারবার এই ইস্যুতে মুখ খুলেছেন। তবে এবার সেই পুরনো বিতর্কে নতুন মাত্রা যোগ করলেন সোনাক্ষী, হাস্যরস ও আত্ম-বিদ্রুপের মাধ্যমে।
দর্শক ও অনুরাগীদের মতে, এই বিজ্ঞাপনটি এক অনন্য মাস্টারস্ট্রোক—যেখানে আত্ম-সচেতনতা ও রসবোধের দারুণ মিশ্রণ ঘটিয়েছেন সোনাক্ষী।




