২০ কোটি টাকার চাঁদাবাজির অভিযোগে শেখ হেলাল ও শেখ তন্ময়ের নামে মামলা, গ্রেপ্তার ১
ছয় বছর আগের চাঁদা নেওয়ার অভিযোগে রিয়েল এস্টেট কোম্পানির এমডির দায়ের করা মামলায় রাজনীতিকসহ ৫ জন অভিযুক্ত

এবিএনএ: বাগেরহাটে আলোচিত দুই সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন ও তাঁর পুত্র শেখ সারহান নাসের তন্ময়ের বিরুদ্ধে ২০ কোটি টাকার চাঁদা দাবির অভিযোগে মামলা হয়েছে। মামলায় মোট পাঁচজনকে অভিযুক্ত করা হয়েছে, যাদের মধ্যে একজন ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছেন।
সোমবার (৬ মে) বাগেরহাট সদর মডেল থানায় এই মামলাটি দায়ের করেন নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মান্নান তালুকদার। মামলায় দাবি করা হয়, ছয় বছর আগে ভয়ভীতি দেখিয়ে দুই দফায় প্রতিষ্ঠানটির কাছ থেকে চাঁদা আদায় করা হয়েছিল।
পুলিশ জানিয়েছে, মামলার পরপরই অভিযুক্তদের মধ্যে মো. শহীদুল ইসলাম নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের মধ্যে রয়েছেন শেখ হেলালের ব্যক্তিগত সহকারী মো. ফিরোজুল ইসলাম এবং শেখ তন্ময়ের সহকারী শাহীন মিয়া।
তবে মামলার বাদী মান্নান তালুকদার নিজেও দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি ১১০ কোটি টাকা অর্থপাচার মামলার আসামি। ওই মামলায় দীর্ঘ সময় কারাগারে থাকার পর তিনি সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন।
উল্লেখ্য, ২০১৯ সালের ৩০ মে দুদকের পক্ষ থেকে বাগেরহাট সদর থানায় করা ওই মামলায় মান্নান ও তাঁর ব্যবসায়িক সহযোগী আনিসুর রহমানের বিরুদ্ধে গুরুতর অর্থপাচারের অভিযোগ আনা হয়েছিল।
নতুন মামলার ঘটনায় এলাকায় রাজনৈতিক ও ব্যবসায়ী মহলে আলোচনার ঝড় উঠেছে। তদন্ত সাপেক্ষে সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
Share this content: