ভালো মানুষ না হলে উন্নয়ন সম্ভব নয়: মিলিটারি সম্মেলনে সেনাপ্রধানের শক্ত বার্তা
নৈতিকতা ও সদাচরণ ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব নয়—মিরপুরে আন্তর্জাতিক সম্মেলনে বললেন জেনারেল ওয়াকার-উজ-জামান


এবিএনএ: দেশ ও জাতির টেকসই উন্নয়নের জন্য শুধু প্রযুক্তিগত দক্ষতা নয়, প্রয়োজন নৈতিকতা ও মানবিক গুণাবলির—এমন বার্তাই দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
শনিবার (১৯ জুলাই) মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) শহীদ ইয়ামিন অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্স’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “ভালো মানুষ না হলে জাতি উপকৃত হয় না। আমরা শুধু ভালো প্রকৌশলী, ডাক্তার বা প্রশাসক তৈরি করলেই হবে না—তাদের হতে হবে সৎ, শৃঙ্খলাবান এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন। তাহলেই দেশের প্রকৃত উপকার হবে।”
সেনাপ্রধান আরও বলেন, “এই সম্মেলন কেবল জ্ঞানচর্চা নয়, প্রযুক্তির বাস্তব প্রয়োগে নতুন দৃষ্টিভঙ্গি আনবে। তরুণ গবেষক ও শিক্ষার্থীদের আমি বলব—সীমারেখা ভাঙো, উদ্ভাবনের পথে এগিয়ে চলো। এমন সম্মেলন জীবনের একটি সোপান হতে পারে।”
এই আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, ভারত, মালয়েশিয়া, চীন, মিশরসহ ১৪টির বেশি দেশের গবেষক ও পেশাজীবীরা। তারা যন্ত্রকৌশল, অ্যারোনটিক্যাল ও নেভাল ইঞ্জিনিয়ারিং, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, নবায়নযোগ্য শক্তি, তাপপ্রকৌশল, ডিজাইন ও উৎপাদন, মেকাট্রনিক্সসহ বিভিন্ন শাখায় সাম্প্রতিক গবেষণা ও উদ্ভাবনী প্রবন্ধ উপস্থাপন করেন।
এ সম্মেলন প্রযুক্তি, গবেষণা ও নৈতিক নেতৃত্বের এক ব্যতিক্রমধর্মী মঞ্চ হিসেবে প্রশংসা অর্জন করে। সেনাপ্রধান সকল অংশগ্রহণকারী ও অতিথিকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এমন সম্মেলনের ধারাবাহিকতা কামনা করেন।