‘কালো আইন’ বাতিলের দাবিতে সচিবালয়ে কর্মচারীদের বিক্ষোভ, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে কর্মসূচি অব্যাহত, ২২ জুন থেকে দেশব্যাপী কঠোর আন্দোলনের আল্টিমেটাম


এবিএনএ: সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশকে ‘কালো আইন’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে সচিবালয়ের কর্মচারীরা আন্দোলনে আরও সক্রিয় হয়েছেন। এই দাবিতে তারা ফের বিক্ষোভের ঘোষণা দিয়েছেন এবং ২২ জুন থেকে সারাদেশজুড়ে কঠোর আন্দোলনের আল্টিমেটাম দিয়েছেন।
বুধবার (১৮ জুন) সকাল সাড়ে ১১টার দিকে সচিবালয়ের ৬ নম্বর ভবনের বিভিন্ন ফ্লোর প্রদক্ষিণ করে একদল আন্দোলনরত কর্মচারী মিছিল করেন। পরে ভবনের নিচে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, “যদি আজকের মধ্যেই আমাদের দাবি মেনে সংশোধিত অধ্যাদেশ বাতিল করা না হয়, তাহলে আগামী রবিবার (২২ জুন) থেকে লাগাতার কর্মসূচি শুরু হবে।” তারা আরও জানান, এই কর্মসূচিতে দেশের সব সরকারি দপ্তরের কর্মচারীদের সম্পৃক্ত করে একযোগে আন্দোলনে নামা হবে।
সরকারি কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান নুরুল ইসলাম সমাবেশে আগামী দিনের কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, বৃহস্পতিবার (১৯ জুন) সচিবালয়ের ৪ নম্বর ভবনের সামনে পুনরায় বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
নুরুল ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমাদের দাবি আজই মানতে হবে। অন্যথায় ২২ জুন থেকে আমরা এমন কর্মসূচি নেব, যা পুরো প্রশাসনিক কার্যক্রমকে অচল করে দিতে পারে।”
এই আন্দোলনের মাধ্যমে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিকে কেন্দ্র করে সচিবালয়ে উত্তেজনা বাড়ছে। এখন দেখার বিষয়, সরকার এ ব্যাপারে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে।