জাতীয়

ঢাকায় সাংবাদিকদের ওপর পুলিশের বর্বর নির্যাতন, তীব্র প্রতিবাদে বিএফইউজে-ডিইউজে

পুলিশি হামলায় একাধিক সাংবাদিক আহত, অভিযুক্ত কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

এবিএনএ:  রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের ওপর পুলিশের বর্বর নির্যাতনের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে সাংবাদিক সমাজ। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এক যৌথ বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানিয়ে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা জয়নালসহ সংশ্লিষ্টদের অবিলম্বে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে।

বুধবার (২৭ আগস্ট) দেওয়া বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, পুলিশের এমন ফ্যাসিবাদী আচরণ প্রমাণ করে তারা এখনো পুরোনো চরিত্র বদলাতে পারেনি। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত বাহিনীই উদ্দেশ্যমূলকভাবে অরাজকতা সৃষ্টি করছে।

ঘটনার বর্ণনায় জানা যায়, দুপুরে দ্য নিউ নেশনের দুই প্রতিবেদক মোটরবাইকে সেগুনবাগিচার দিকে যাচ্ছিলেন। পথে জাতীয় প্রেসক্লাবের সামনে যানজটে আটকা পড়লে একটি মাইক্রোবাস চালকের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে চালক চাকু দিয়ে সাংবাদিক সৈয়দ শাকিল পারভেজকে আঘাত করে। সহকর্মী নোমান মোশাররফ এগিয়ে গেলে গাড়িতে থাকা অন্যরা তাদের ছিনতাইকারী বলে মারধর শুরু করে।

এসময় উপস্থিত পুলিশ তাদের থামানোর বদলে উল্টো দুই সাংবাদিককে বেধড়ক পেটায়। এমনকি সহকর্মীরা সাংবাদিক পরিচয় দেওয়ার পরও পুলিশ নির্যাতন চালাতে থাকে। পরে কর্মকর্তা জয়নালের নির্দেশে বাংলা ভিশনের কেফায়েত শাকিল, নিউ নেশনের নোমান মোশাররফ ও সৈয়দ শিমুল পারভেজকে পুলিশ বক্সে ঢুকিয়ে নির্মমভাবে নির্যাতন করা হয়। এতে আরও কয়েকজন সাংবাদিক আহত হন, যাদের মধ্যে গুরুতর দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিএফইউজে ও ডিইউজের নেতারা স্পষ্ট করে বলেন, সাংবাদিকদের ওপর এ ধরনের অমানবিক হামলা কোনোভাবেই সহ্য করা হবে না। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button