লাইভ সম্প্রচারের পর সাংবাদিক শিবলীর মৃত্যু, সহকর্মীদের চোখে অশ্রু
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন কভার করতে গিয়ে অসুস্থ হয়ে মারা গেলেন সাংবাদিক তরিকুল ইসলাম শিবলী


এবিএনএ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন কভার করতে গিয়ে লাইভ শেষে অসুস্থ হয়ে মারা গেছেন চ্যানেল এস টেলিভিশনের স্টাফ রিপোর্টার তরিকুল ইসলাম শিবলী। তার হঠাৎ মৃত্যুতে সহকর্মী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে কার্জন হলের সামনে থেকে ডাকসু নির্বাচন নিয়ে সরাসরি লাইভ সম্প্রচার করেন শিবলী। ভোটারদের অভিমত তুলে ধরছিলেন পাঠকদের সামনে। কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিবলীর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের জোয়ার ওঠে। সহকর্মীরা ফেসবুকে নানা স্মৃতি শেয়ার করেন। কেউ বিশ্বাস করতে পারছিলেন না, কিছুক্ষণ আগে যিনি লাইভে প্রাণবন্তভাবে কথা বলছিলেন, তিনিই হঠাৎ নেই।
চ্যানেল এস-এর অ্যাসাইনমেন্ট এডিটর শাফি উদ্দিন আহমেদ জানান, ডাকসু নির্বাচন কভার করতে পাঁচ সদস্যের টিম গিয়েছিল। শিবলী ছিলেন তিন রিপোর্টারের একজন। তিনি শুধু সংবাদ সংগ্রহ করতেন না, আন্তরিকভাবে দায়িত্বও পালন করতেন। সকালেই সহকর্মীদের সঙ্গে একটি ছবি শেয়ার করেছিলেন ফেসবুকে, যেখানে তার মুখভরা হাসি ছিল।
প্রায় এক বছর ধরে চ্যানেল এস-এ কাজ করছিলেন শিবলী। তিনি উত্তরায় স্ত্রী ও দুই কন্যাকে নিয়ে বসবাস করতেন। সহকর্মীরা জানিয়েছেন, তার প্রথম জানাজা হবে কর্মস্থল সেগুনবাগিচায়।
শিবলীর মৃত্যুতে সাংবাদিক সমাজ শোকাহত। অনেকেই বলেছেন, “যিনি মাঠে থেকে শেষ মুহূর্ত পর্যন্ত খবরের সঙ্গে ছিলেন, তাকেই হারালাম সংবাদ কভারেজের মাঝেই।”