রৌমারী সীমান্তে ফের ভারতীয় ড্রোন, বাড়ছে নিরাপত্তা শঙ্কা
কুড়িগ্রামের আকাশে বিএসএফের ড্রোন উড়ান, পুশইনের ঘটনার পর নজরদারি আরও জোরদার


এবিএনএ:
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে আবারও ভারতীয় ড্রোন উড়তে দেখা গেছে, যা সীমান্ত এলাকাবাসীর মধ্যে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। গত শুক্রবার রাত সাড়ে ৮টা থেকে রাত প্রায় ৯টা ৪৫ মিনিট পর্যন্ত বড়াইবাড়ী ও বারবান্দা সীমান্তের আকাশে একাধিক ড্রোন উড়ার দৃশ্য দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভারতের কাকড়িপাড়া বিএসএফ ক্যাম্প থেকে এসব ড্রোন উড়ানো হয়। রৌমারী সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফিরোজ মিয়া জানিয়েছেন, “গত ২৭ মে আসাম থেকে ১৪ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইন করার ঘটনার পর থেকেই বিএসএফ সীমান্তে কঠোর নজরদারি শুরু করেছে। শুক্রবার রাতেও ৪-৫টি ড্রোন উড়েছে সীমান্তের বিভিন্ন পয়েন্টে।”
এ বিষয়ে জামালপুরের বিজিবি ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান একটি ক্ষুদে বার্তায় ড্রোন উড়ানোর সত্যতা নিশ্চিত করেন। তবে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি এখনো পাওয়া যায়নি।
প্রসঙ্গত, এর আগেও ২৭ মে সকাল ১০টা ৪৫ মিনিটে বড়াইবাড়ী সীমান্তে পুশইনের সময় এবং ওই রাত ১০টা ৪৩ মিনিটে সাহেবের আলগা বিওপি এলাকায় ভারতীয় ড্রোন উড়ানোর অভিযোগ পাওয়া গিয়েছিল।
সীমান্তে এই ধরনের ড্রোন কার্যক্রমকে সীমান্ত লঙ্ঘন হিসেবে দেখছে বিশেষজ্ঞ মহল। তারা বলছেন, বাংলাদেশ-ভারত সম্পর্কের প্রেক্ষাপটে এসব ঘটনা ভবিষ্যতে জটিলতা তৈরি করতে পারে। স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করে বলছেন, এ ধরনের নজরদারি শুধু আতঙ্কই বাড়ায় না, বরং দুই দেশের সীমান্ত নিরাপত্তার ভারসাম্যকেও প্রশ্নের মুখে ফেলে।
সরকারি পর্যায়ে এখনো কূটনৈতিকভাবে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া আসেনি। তবে সীমান্ত নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সাধারণ মানুষ দ্রুত সমাধান চায়।