রাজনীতি

‘মব কালচার’ বিস্তারে প্রশাসনের স্থবিরতাই দায়ী: রিজভীর অভিযোগে তোলপাড় রাজনৈতিক অঙ্গন

প্রশাসনের ব্যর্থতা ও গোপন অপচেষ্টাকে দায়ী করে রিজভীর মন্তব্য, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের অভিযোগ

এবিএনএ:  প্রশাসনের অকার্যকর অবস্থাই দেশে ‘মব কালচার’-এর উত্থানের পেছনে মূল কারণ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘‘গণতন্ত্রের পথ রুদ্ধ করতে এবং সমাজে বিশৃঙ্খলা ছড়াতে এখন একটি মহল পরিকল্পিতভাবে ‘মব কালচার’ ব্যবহার করছে। আর এর পেছনে রয়েছে অবৈধ অর্থ ও গোপন রাজনৈতিক চক্রান্ত।’’

মঙ্গলবার (৮ জুলাই) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, “বর্তমান সরকারের ছত্রছায়ায় একটি শক্তিশালী অপশক্তি সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তারা সংগঠনের নাম ব্যবহার করে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে, যা প্রকৃতপক্ষে একটি ষড়যন্ত্র। এর মাধ্যমে নির্বাচন বিলম্বিত করার নেপথ্য চেষ্টা স্পষ্টভাবে ধরা পড়ছে।”

তিনি আরও বলেন, “আওয়ামী লীগ সরকারের তথাকথিত উন্নয়নের গল্পের মতো এখন ‘নির্বাচন পিছিয়ে দেওয়া’র গল্পও জনগণ শুনছে। অথচ যেসব ব্যক্তি বা গোষ্ঠী বিএনপির নাম ব্যবহার করে অপকর্মে জড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আমরা তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি।”

বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়, গণতান্ত্রিক পরিবেশকে নষ্ট করতে প্রযুক্তিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। সামাজিক অস্থিরতা তৈরি করে বর্তমান সরকার নিজ স্বার্থসিদ্ধিতে এগোচ্ছে।

রিজভী আহ্বান জানান, সরকার প্রশাসনিক স্বচ্ছতা ও কার্যকারিতা ফিরিয়ে এনে এই ধরনের নৈরাজ্য বন্ধে যথাযথ ব্যবস্থা নিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button