আন্তর্জাতিক

রাখাইন রাজ্যের হাসপাতালে ভয়াবহ বিমান হামলা: এক রাতে নিহত ৩১, আহত ৬৮

মিয়ানমার জান্তার বিমান বাহিনীর বোমা হামলায় হাসপাতাল বিধ্বস্ত, মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা

এবিএনএ: বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যে আবারও ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায় এমরাউক-উ জেলার একটি হাসপাতালে সামরিক সরকারের বিমান বাহিনী বোমাবর্ষণ করলে অন্তত ৩১ জন নিহত এবং আরও ৬৮ জন আহত হন।

হামলার পরপরই উদ্ধারকাজে যুক্ত থাকা স্বাস্থ্যকর্মী ওয়াই হুন অং এএফপিকে বলেন, “অবস্থা অত্যন্ত শোচনীয়। এখন পর্যন্ত ৩১ জনের মরদেহ এবং ৬৮ জন আহতকে উদ্ধার করেছি। মনে হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়বে।”

তিনি জানান, হামলার পর পুরো রাতজুড়ে উদ্ধার অভিযান চলেছে এবং এখনো চলছে। রাতেই অন্তত ২০টি লাশ উদ্ধার করা হয়।

এএফপি জানায়, হামলার বিষয়ে মন্তব্য জানতে জান্তা মুখপাত্রদের একাধিকবার চেষ্টা করা হলেও তারা কোনো প্রতিক্রিয়া জানাতে রাজি হননি।

গত কয়েক মাস ধরে রাখাইন প্রদেশের বেশির ভাগ এলাকা নিয়ন্ত্রণ করছে মিয়ানমারের অন্যতম সশস্ত্র জান্তাবিরোধী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। বুধবার রাতে দেওয়া এক বিবৃতিতে হাসপাতাল হামলার তথ্য নিশ্চিত করেছে এএ-ও।

মানবিক পরিস্থিতি ক্রমশই অবনতির দিকে ঠেলে দিচ্ছে এ ধরনের হামলা, দাবি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর। সীমান্তবর্তী অঞ্চল হওয়ায় এই সংঘর্ষের প্রভাব বাংলাদেশেও পড়তে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button