

এবিএনএ: সাম্প্রতিক সময়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্তি নিয়ে নানা আলোচনার মধ্যে, বাহিনীর মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান জানিয়েছেন—এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সরকারের, র্যাব এ নিয়ে কোনো পরিকল্পনা করছে না।
১১ আগস্ট বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে নিষিদ্ধ পলিথিন বিরোধী অভিযানে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা এখন ব্যস্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার কাজে। ছিনতাই, চাঁদাবাজি, দস্যুতা বা অপহরণের মতো অপরাধ ঠেকাতে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছি।”
তিনি আরও জানান, বড় ধরনের অপরাধ সংঘটিত হলে র্যাব তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নিচ্ছে। সাম্প্রতিক সময়ে মিটফোর্ডের ব্যবসায়ী হত্যা, গাজীপুরের সাংবাদিক হত্যা এবং আট টুকরা লাশের রহস্য উদ্ঘাটনসহ একাধিক ঘটনায় দ্রুত আসামি গ্রেপ্তারের উদাহরণ তুলে ধরেন তিনি।
কক্সবাজার এলাকায় চলমান মাদক বিরোধী অভিযান প্রসঙ্গে ডিজি জানান, বিপুল পরিমাণ ইয়াবা ও অস্ত্র উদ্ধার হয়েছে। নির্বাচনের জন্য সরকারের বা নির্বাচন কমিশনের দায়িত্ব পেলে র্যাব প্রস্তুত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান চলছে জানিয়ে তিনি বলেন, নির্বাচন পূর্ববর্তী সময়ে অবশিষ্ট অস্ত্র উদ্ধারে সর্বাত্মক প্রচেষ্টা নেওয়া হবে।
পলিথিন বিরোধী অভিযানে অংশগ্রহণ নিয়ে এ কে এম শহিদুর রহমান বলেন, “পলিথিন শুধু ব্যক্তি বা গোষ্ঠী নয়, বরং পুরো পরিবেশ ও প্রাণীজগতের জন্য ক্ষতিকর। আমরা উৎপাদন, পরিবহন ও খুচরা পর্যায়ে পলিথিন ব্যবহারে বাধা দিচ্ছি এবং জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করছি।”
তার মতে, জনগণ সচেতন হলে পলিথিনের ব্যবহার অনেকটাই কমে যাবে, যা পরিবেশ রক্ষায় বড় ভূমিকা রাখবে।