শিক্ষা

তিন দফা দাবিতে শাহবাগ অবরোধ: সমাধান না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি প্রকৌশল শিক্ষার্থীদের

ডিপ্লোমা প্রকৌশলীদের পদোন্নতি রোধ, চাকরিতে স্নাতকদের অগ্রাধিকার ও হুমকিদাতাদের গ্রেফতারের দাবিতে শাহবাগে বিক্ষোভ

এবিএনএ:  তিন দফা দাবির বাস্তবায়নের দাবিতে শাহবাগ মোড়ে বিক্ষোভ করেছে প্রকৌশল শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকেল ৩টা থেকে শুরু হওয়া এ অবরোধে তারা জানান, রাত ৮টার মধ্যে অন্তর্বর্তী সরকার সমস্যার সমাধানে না বসলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে—ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে “প্রকৌশলী” উপাধি ব্যবহার না করা, তাদের কাউকে নবম গ্রেডে পদোন্নতি না দেওয়া এবং দশম গ্রেডের চাকরিতে শুধুমাত্র স্নাতক প্রকৌশলীদের নিয়োগ নিশ্চিত করা।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ (বুয়েট) বিভিন্ন বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এ কর্মসূচিতে অংশ নেয়।

অবরোধ চলাকালে প্রকৌশল অধিকার আন্দোলনের সহ-সভাপতি শাকিল আহমেদ বলেন, “ছয় মাস ধরে আমাদের দাবি জানিয়ে আসছি। কিন্তু সরকারের উদাসীনতার কারণে আজ রাস্তায় নামতে বাধ্য হয়েছি। রাত ৮টার মধ্যে সমাধান চাই, নইলে আরও কঠোর কর্মসূচি দেব।”

সংগঠনের সভাপতি ওয়ালি উল্লাহ অভিযোগ করেন, সরকার দিনের পর দিন সচিবালয়ে থেকেও আলোচনায় বসেনি, যার ফলে শিক্ষার্থীরা শাহবাগ অবরোধে নামতে বাধ্য হয়েছেন।

এ সময় আরও জানানো হয়, রংপুরে প্রকৌশলী রোকনকে আটক রেখে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় দায়ীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান শিক্ষার্থীরা।

অবরোধের কারণে শাহবাগ ও আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। অফিস শেষে ঘরমুখী মানুষকে দীর্ঘ সময় ভোগান্তি পোহাতে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button