বিনোদন

গভীর অসুস্থতায় নুসরাত ফারিয়া, চিকিৎসকের নির্দেশে বিচ্ছিন্ন সব যোগাযোগ

জেলমুক্তির পর মানসিক ধাক্কা, ফেসবুক পোস্টে জানালেন নিজেই—সবার দোয়া চাইলেন নায়িকা

এবিএনএ: 

জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন। চিকিৎসকের কড়া নির্দেশে তিনি বাইরের সব ধরনের যোগাযোগ থেকে বিচ্ছিন্ন রয়েছেন। এমনকি মোবাইল ফোন ব্যবহারের উপরও রয়েছে কঠোর নিষেধাজ্ঞা। শুক্রবার দুপুরে ফেসবুকে প্রকাশিত এক আবেগঘন বার্তায় নিজেই এই তথ্য জানান তিনি।

ফেসবুক পোস্টে ফারিয়া লেখেন, “আমি জানি, আপনারা আমার খোঁজ নিচ্ছেন, যোগাযোগের চেষ্টা করছেন। কিন্তু আমি শারীরিক ও মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছি যে, চিকিৎসকের পরামর্শে এখন কিছু সময় একান্ত বিশ্রামে আছি। আপনাদের ভালোবাসা আমাকে ছুঁয়ে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “এই কয়েকটা দিন ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন সময়। আমি বিশ্বাস করি, দ্রুত সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসব। আপনারা পাশে থাকুন, দোয়া করুন।”

গণমাধ্যমকর্মীদের উদ্দেশেও কৃতজ্ঞতা জানিয়ে তিনি লেখেন, “মানবিকতা ও সহানুভূতির জন্য আমি কৃতজ্ঞ। এই সময়ে আপনারা আমাকে যে সম্মান ও সমর্থন দিয়েছেন, তা আমার কাছে অনেক বড় অনুপ্রেরণা।”

প্রসঙ্গত, গত ১৮ মে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন নুসরাত ফারিয়া। ২০২৪ সালের জুলাইয়ে রাজধানীর ভাটারা এলাকায় এক বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টার মামলায় তাঁকে আসামি করা হয়। এই মামলায় মোট ২৮৩ জন অভিযুক্ত ছিলেন। সম্প্রতি জামিনে মুক্তি পেলেও তার পর থেকেই শারীরিকভাবে ভেঙে পড়েন তিনি।

জামিন পাওয়ার পর এক সংক্ষিপ্ত ফেসবুক পোস্টে কৃতজ্ঞতা প্রকাশ করে আড়ালে চলে যান এই জনপ্রিয় নায়িকা। শুক্রবারের পোস্টে তিনি প্রথমবার নিজের বর্তমান শারীরিক ও মানসিক অবস্থার কথা তুলে ধরলেন। ভক্তদের মধ্যে এই খবরে উদ্বেগ ছড়িয়ে পড়েছে, সকলে তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন।

Share this content:

Back to top button