মাইলস্টোন দুর্ঘটনায় হতাহত ও নিখোঁজদের নাম প্রকাশের দাবি, সময়সীমা দুই দিন
বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের ৭ দফা দাবি, নিরাপদ স্কুল পরিবেশ নিশ্চিতের আহ্বান


এবিএনএ: জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় হতাহত ও নিখোঁজদের তালিকা তৈরির আহ্বান জানিয়েছে। সংগঠনটি বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, দুই দিনের মধ্যে সরকারিভাবে একটি তদন্ত কমিটি গঠন করে নিহত, আহত ও নিখোঁজদের নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়, নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা, আহতদের সুচিকিৎসা এবং দীর্ঘমেয়াদে শারীরিক ও মানসিক পুনর্বাসন নিশ্চিত করা উচিত। একই সঙ্গে আবাসিক এলাকায় কোনো ধরনের ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড, বিশেষ করে বিমান প্রশিক্ষণের আয়োজন থেকে বিরত থাকার জন্য আহ্বান জানানো হয়।
ফোরাম মনে করে, দুর্ঘটনা হঠাৎ করেই ঘটে, কিন্তু প্রস্তুতি থাকলে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। শিশুদের জন্য স্কুল একটি নিরাপদ আশ্রয়স্থল, কিন্তু সাম্প্রতিক দুর্ঘটনা সে বিশ্বাসকে নাড়িয়ে দিয়েছে। এই ঘটনায় শুধু শিশুরা নয়, পুরো জাতি অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে।
বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, বিভিন্ন গণমাধ্যমে হতাহত ও নিখোঁজদের সংখ্যা সঠিকভাবে উপস্থাপন করা হচ্ছে না, যা উদ্বেগজনক। প্রতিটি শিশুর পেছনে রয়েছে একটি পরিবার, একটি ভবিষ্যৎ, একটি জাতির স্বপ্ন। সেই স্বপ্ন ভেঙে যাওয়া রোধে সরকারকে শিশুদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।
জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের ৭ দফা দাবির মধ্যে রয়েছে—
১. সরকারি তদন্ত কমিটি গঠন করে দুই দিনের মধ্যে তালিকা প্রকাশ
২. আহতদের নির্ভুল সংখ্যা ও পরিচয় প্রকাশ
৩. নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
৪. শিশুদের দীর্ঘমেয়াদে চিকিৎসা ও পুনর্বাসন
৫. জনবহুল এলাকায় ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড থেকে বিরত থাকা
৬. স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠান এলাকায় নিরাপত্তা জোরদার
৭. শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণ
সংগঠনটি সরকারকে শিশুদের জীবন ও নিরাপত্তা রক্ষার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করার আহ্বান জানিয়েছে।