আন্তর্জাতিক মঞ্চে নতুন সাফল্য, এবার রেইনড্যান্সে আলো ছড়াবে মেহজাবীনের ‘সাবা’!
যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ রেইনড্যান্স চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিল 'সাবা', সেরা অভিনেত্রী মনোনয়ন পেলেন মেহজাবীন চৌধুরী


এবিএনএ:
মেহজাবীন চৌধুরী অভিনীত এই চলচ্চিত্র এবার জায়গা করে নিয়েছে যুক্তরাজ্যের বিখ্যাত ৩৩তম রেইনড্যান্স আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। এই উপলক্ষে মেহজাবীন পেয়েছেন সেরা অভিনেত্রীর মনোনয়ন—যা তার ক্যারিয়ারের অন্যতম বড় অর্জন।
এর আগে ‘সাবা’ সিনেমাটি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দিয়ে আন্তর্জাতিক যাত্রা শুরু করে। এরপর সিনেমাটি বুসান, রেড সি, ওসাকা, গোথেনবার্গ, ডালাসসহ বহু সম্মানজনক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়।
রেইনড্যান্স উৎসবের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, সিনেমাটি Narrative Feature বিভাগে প্রদর্শিত হবে। পাশাপাশি পরিচালক মাকসুদ হোসাইন প্রথম পরিচালনার জন্য মনোনীত হয়েছেন ‘ডিসকভারি অ্যাওয়ার্ড’-এর জন্য।
এই সম্মানজনক স্বীকৃতিকে নিয়ে নিজের প্রতিক্রিয়ায় মেহজাবীন বলেন,
“এমন আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া একজন অভিনেত্রীর জন্য নিঃসন্দেহে অনেক বড় সম্মান। আমি সত্যিই গর্বিত যে বিশ্বের বিভিন্ন প্রতিভাবান শিল্পীদের পাশে আমার নাম উঠে এসেছে।”
তিনি আরও বলেন,
“বাংলাদেশের গল্পগুলো এখন আন্তর্জাতিক অঙ্গনেও গুরুত্ব পাচ্ছে। কান উৎসবেও যেমন বাংলাদেশি সিনেমার অংশগ্রহণ হয়েছে, তেমনি ‘সাবা’ও সেই ধারারই একটি প্রতিনিধি। আমাদের শিল্পীদের সম্মিলিত প্রচেষ্টায় বাংলা চলচ্চিত্র আরও এগিয়ে যাবে।”
৯০ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমাটিতে মেহজাবীনের পাশাপাশি অভিনয় করেছেন রোকেয়া প্রাচী, মোস্তফা মনোয়ারসহ আরও অনেকে। আন্তর্জাতিক বিভিন্ন মঞ্চে প্রশংসিত হলেও, সিনেমাটি এখনো বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি।
Share this content: