মালয়েশিয়ায় প্রবেশে বাধা: কুয়ালালামপুর বিমানবন্দরে আটকে ৯৮ বাংলাদেশি
ভুয়া বুকিং, রিটার্ন টিকিট ও অর্থ প্রমাণ না থাকায় মালয়েশিয়ায় প্রবেশে বাধা পেলেন ৯৮ জন বাংলাদেশি যাত্রী


এবিএনএ: মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশে বাধা দেওয়া হয়েছে ৯৮ জন বাংলাদেশিকে। ঢাকা থেকে বিমানে পৌঁছালেও প্রয়োজনীয় নথি না থাকায় তারা দেশটিতে ঢুকতে পারেননি। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা বারনামা এ তথ্য জানিয়েছে।
মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস) জানায়, বৃহস্পতিবার রাত ১টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত বিমানবন্দরের টার্মিনাল-১ এ অভিযান চালানো হয়। এ সময় ১৮১ জন যাত্রীর কাগজপত্র পরীক্ষা করে দেখা যায়, ৯৮ বাংলাদেশির কাছে বৈধ প্রবেশ নথি নেই। পরবর্তীতে তাদের ‘নট টু ল্যান্ড’ (এনটিএল) নোটিশ দেওয়া হয়।
সংস্থাটির দাবি, অধিকাংশ যাত্রী ভুয়া হোটেল বুকিং, রিটার্ন টিকিটের অনুপস্থিতি এবং পর্যাপ্ত অর্থ থাকার প্রমাণ দিতে ব্যর্থ হন। তাদের সন্দেহ, পর্যটন ভিসা ব্যবহার করে এরা মালয়েশিয়ায় অবৈধভাবে কাজ ও থাকার পরিকল্পনা করেছিলেন।
একেপিএস আরও জানিয়েছে, অনিয়ম ঠেকাতে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।