আন্তর্জাতিক

মাদুরো গ্রেপ্তারের খবরে তেলবাজারে ধস, বিনিয়োগকারীরা ঝুঁকলেন সোনার দিকে

ভেনেজুয়েলার রাজনৈতিক নাটকীয় ঘটনার প্রভাব বিশ্ববাজারে, কমেছে তেলের দাম—উল্টো ঊর্ধ্বমুখী সোনা ও রুপা

এবিএনএ: ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার খবর ছড়িয়ে পড়ার পর বিশ্ববাজারে তেলের দামে স্পষ্ট পতন দেখা গেছে। সোমবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দর নিম্নমুখী হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

খবরে বলা হয়, গত শনিবার গভীর রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী। পরে তাকে নিউইয়র্কে নেওয়া হয়। এ ঘটনার পরপরই তেলবাজারে অনিশ্চয়তা তৈরি হলেও সরবরাহ ঘাটতির আশঙ্কা দ্রুত কেটে যায়।

জ্বালানি বিশ্লেষকদের মতে, ভেনেজুয়েলার তেল রপ্তানি সাময়িকভাবে ব্যাহত হলেও বিশ্বের অন্যান্য উৎপাদক দেশগুলো থেকে সরবরাহ বাড়িয়ে সেই ঘাটতি সহজেই সামাল দেওয়া সম্ভব। ফলে বাজারে আতঙ্ক দীর্ঘস্থায়ী হয়নি এবং তেলের দাম কমতির দিকে গেছে।

তবে তেলের দরপতনের বিপরীতে ঊর্ধ্বমুখী হয়েছে সোনা ও রুপাসহ মূল্যবান ধাতুর দাম। বিনিয়োগকারীরা ঝুঁকিমুক্ত বিনিয়োগ হিসেবে এসব ধাতুর দিকে ঝুঁকছেন। নিরাপদ সম্পদ হিসেবে সোনার চাহিদা বাড়ায় এর দাম একদিনেই উল্লেখযোগ্য হারে বেড়েছে।

আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রায় ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪০৮ ডলারে পৌঁছেছে। একই সময়ে রুপার দামও প্রায় ৩ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button