জাতীয়লিড নিউজ

চলমান দাবিগুলো মেনে নেওয়ার প্রতিশ্রুতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আন্দোলন স্থগিত

সরকার ও ইউজিসির আশ্বাসে শিক্ষার্থীদের কর্মসূচি প্রত্যাহার, হামলাকারীদের বিচারের প্রতিশ্রুতিও মিলেছে

এবিএনএ:  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের চার দফা দাবির বিষয়ে সরকারের প্রতিশ্রুতি পাওয়ার পর চলমান আন্দোলন স্থগিত ঘোষণা করেছে। পাশাপাশি স্থগিত করা হয়েছে চলমান ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিও।

শুক্রবার (১৬ মে) রাত ৮টার দিকে ‘জবি ঐক্য’ প্ল্যাটফর্ম থেকে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন আন্দোলন স্থগিতের আনুষ্ঠানিক ঘোষণা দেন। তিনি বলেন, “আমাদের দাবিগুলো মেনে নেওয়া হয়েছে। তবে প্রতিশ্রুতি বাস্তবায়নে গড়িমসি হলে আমরা আগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আরও কঠোর কর্মসূচি দিতে পিছপা হব না।”

এর আগে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম ইউজিসি চেয়ারম্যান ড. এস এম ফায়েজের উপস্থিতিতে সরকারের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়।

উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয় পরিচালনার বাজেট বাড়ানো হয়েছে, যা শিক্ষার্থীদের দাবির একটি প্রধান দিক। আবাসন সংকট মোকাবেলায় অস্থায়ী ভবন নির্মাণ কাজ দ্রুত শুরু হবে এবং দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্প ইতিমধ্যেই প্রক্রিয়াধীন রয়েছে। পরে অনশনরত শিক্ষার্থীদের পানি পান করিয়ে অনশন ভাঙানো হয়।

ইউজিসি চেয়ারম্যান বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউজিসি একটি পরিবার। আমরা একসাথে বসে শিক্ষার্থীদের সব সমস্যার সমাধানে কাজ করব।”

চতুর্থ দাবি হিসেবে শিক্ষার্থীরা ১৪ মে পুলিশি হামলার তদন্ত জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। এই বিষয়ে পুলিশ দুঃখ প্রকাশ করেছে এবং আগামী সাত দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

এর আগে শিক্ষার্থীরা তিনটি মূল দাবি উত্থাপন করেছিল:
১. বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য ২০২৫-২৬ অর্থবছর থেকে আবাসন বৃত্তি চালু।
২. প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করে অনুমোদন।
৩. দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ প্রকল্প একনেক সভায় পাশ দ্রুত বাস্তবায়ন।

সব দাবি সরকারের পক্ষ থেকে গ্রহণযোগ্যতা পাওয়ায়, আন্দোলনের আপাত সমাপ্তি ঘোষণা করে শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ কর্মসূচি স্থগিত রাখে। তবে পরিস্থিতির উন্নয়ন না ঘটলে তারা আবার আন্দোলনে নামবে বলেও জানিয়েছেন শিক্ষক শিক্ষার্থী প্রতিনিধিরা।

Share this content:

Back to top button