জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের হার্টে তিন ব্লক, দেশে জরুরি বাইপাস সার্জারির সিদ্ধান্ত
মঞ্চে পড়ে যাওয়ার পর এনজিওগ্রামে ধরা পড়ে গুরুতর অবস্থা, চিকিৎসকের পরামর্শে দ্রুত অপারেশনের প্রস্তুতি


এবিএনএ: জামায়াতে ইসলামী বাংলাদেশের আমীর ডা. শফিকুর রহমানের হৃদযন্ত্রে তিনটি বড় ধরণের ব্লক ধরা পড়েছে। চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী, জরুরি ভিত্তিতে দেশে তার বাইপাস সার্জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দলের আমীরের ব্যক্তিগত সহকারী (পিএস) মোহাম্মদ নজরুল ইসলাম জানান, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় হঠাৎ মঞ্চে পড়ে গেলে ডা. শফিকুর রহমানকে তাৎক্ষণিক চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। সেখানে কয়েকদিন ধরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলার পর বুধবার তার এনজিওগ্রাম করা হয়।
এই এনজিওগ্রামে তার হৃদযন্ত্রে তিনটি বড় ব্লক ধরা পড়ে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত কার্ডিওলজিস্ট ডা. মমিনুজ্জামান। এনজিওপ্লাস্টি নয়, বরং বাইপাস সার্জারিই বর্তমানে তার জন্য উপযুক্ত চিকিৎসা পদ্ধতি বলে মত দিয়েছেন চিকিৎসকরা।
প্রাথমিকভাবে দলীয়ভাবে তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর বিষয়টি বিবেচনায় নেওয়া হলেও ডা. শফিকুর রহমান নিজেই তাতে রাজি হননি। তিনি দেশের চিকিৎসা ব্যবস্থার ওপর সম্পূর্ণ আস্থার কথা জানিয়ে বাইপাস সার্জারি দেশেই করানোর সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন।
পিএস নজরুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে দলের মধ্যে ইতোমধ্যেই আলোচনা শুরু হয়েছে। চিকিৎসার সময় ও স্থান নির্ধারণে প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ অবস্থায় ডা. শফিকুর রহমান এবং তার পরিবার দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।