গাজীপুরে হাসনাতের গাড়িতে হামলা: ১০০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৫৪
গাজীপুরে সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা দায়ের, সাবেক মন্ত্রী ও মেয়রের নামও আসামির তালিকায়

এবিএনএ: গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় বড় পরিসরে মামলা দায়ের করা হয়েছে। সোমবার সন্ধ্যায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) আওতাধীন বাসন থানায় দায়ের হওয়া এই মামলায় ১০০ জনের নাম উল্লেখ করা হয়েছে, যার মধ্যে বেশ কয়েকজন পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্বও রয়েছেন।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান বিষয়টি নিশ্চিত করে জানান, মামলাটি দায়ের করেন এনসিপি নেতা আল আমিন খন্দকার। মামলার প্রধান আসামি করা হয়েছে গাজীপুর সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আলমগীর হোসেন রাব্বিকে।
এছাড়া মামলায় ‘হুকুমদাতা’ হিসেবে উল্লেখ করা হয়েছে আওয়ামী লীগের প্রবীণ নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক, সাবেক প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এবং গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে।
ওসি আরও জানান, হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে রবিবার রাতভর অভিযান চালিয়ে জিএমপি মোট ৫৪ জনকে আটক করেছে। এর মধ্যে ৪৩ জনকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে, বাকি ১১ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে। হামলাকারীদের গ্রেফতারে অভিযান এখনো চলমান রয়েছে।
উল্লেখযোগ্য, রবিবার সন্ধ্যায় গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হাসনাত আবদুল্লাহর গাড়ির চালকের বরাতে জানা যায়, হঠাৎ মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা পিছন থেকে গাড়িটিকে আঘাত করে। হামলায় গাড়ির কাঁচ ভেঙে যায় এবং হাসনাতের ডান হাতে রক্তাক্ত জখম হয়।
ঘটনার পরপরই পুলিশ দ্রুত অভিযান শুরু করে এবং পুরো গাজীপুরে অভিযানের মাধ্যমে এ পর্যন্ত উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তিকে আটক করা হয়েছে।
Share this content: