রাজধানীতে গ্রেপ্তার সাবেক সিনিয়র সচিব আবু আলম শহীদ খান, সন্ত্রাসবিরোধী মামলায় অভিযুক্ত
শাহবাগ থানার মামলায় ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হলেন সাবেক উপ-প্রেস সচিব, আরও পাঁচজনকে আটক করা হয়েছে


এবিএনএ: সাবেক সিনিয়র সচিব এবং এক সময়ের প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আবু আলম শহীদ খানকে রাজধানীর রমনা এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে শাহবাগ থানায় দায়েরকৃত একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে আটক করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর ১২টার দিকে অভিযান চালিয়ে আবু আলম শহীদ খানসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে, যা বর্তমানে তদন্তাধীন রয়েছে বলে ডিবি সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, আবু আলম শহীদ খান ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের মেয়াদে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। সরকারি প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে থাকার পর তিনি অবসর নেন।
তবে কী কারণে এই মামলায় তার সম্পৃক্ততা রয়েছে বা গ্রেপ্তারের পেছনের নির্দিষ্ট কারণ কী—তাৎক্ষণিকভাবে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।
এ ঘটনায় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।