

এবিএনএ: দুর্গাপূজা উপলক্ষে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে দীর্ঘ ছুটি ঘোষণা করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত শিক্ষাপঞ্জি অনুযায়ী, এ বছর স্কুল-কলেজগুলোতে প্রায় দুই সপ্তাহের জন্য পাঠদান বন্ধ থাকবে। তবে মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি তুলনামূলকভাবে সীমিত রাখা হয়েছে।
শিক্ষাপঞ্জি বিশ্লেষণে দেখা যায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত পূজার ছুটি চলবে। যেহেতু তার আগে ২৬ ও ২৭ সেপ্টেম্বর শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি রয়েছে, তাই কার্যত প্রাথমিক শিক্ষার্থীরা ২৬ সেপ্টেম্বর থেকেই ছুটিতে যাবে।
মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ছুটি শুরু হবে ২৮ সেপ্টেম্বর থেকে এবং চলবে ৭ অক্টোবর পর্যন্ত। তবে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় মোট ছুটি দাঁড়াচ্ছে টানা ১২ দিন। ৮ অক্টোবর থেকে ক্লাস পুনরায় শুরু হবে।
অন্যদিকে, আলিয়া মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি সীমিত রাখা হয়েছে। শিক্ষাপঞ্জি অনুযায়ী, ১ ও ২ অক্টোবর পূজার ছুটি থাকবে। পরের দিনগুলোতে ৩ ও ৪ অক্টোবর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি হওয়ায় কার্যত চার দিন বন্ধ থাকবে এসব প্রতিষ্ঠানে। তবে ৫ অক্টোবর থেকে পুনরায় স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।
শিক্ষাবিদরা মনে করছেন, এই ছুটি শিক্ষার্থীদের কিছুটা বিশ্রামের সুযোগ করে দিলেও দীর্ঘ বিরতির কারণে পড়াশোনায় প্রভাব পড়তে পারে। বিশেষত এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতিতে এর প্রভাব লক্ষণীয় হতে পারে।