জাতীয়লিড নিউজ

দেশজুড়ে ৩৩ হাজার মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় কড়া ব্যবস্থা

শান্তিপূর্ণ শারদোৎসবের প্রত্যাশা—স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ, বিসর্জন শেষ করতে হবে সন্ধ্যা ৭টার মধ্যে

এবিএনএ:  সারা দেশে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনের জন্য প্রায় ৩৩ হাজার মণ্ডপে আয়োজন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক এক বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা জানান, এ বছর সনাতন ধর্মাবলম্বীরা কোনো ধরনের উদ্বেগ প্রকাশ করেননি। গতবার যেমন শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হয়েছিল, এবারের প্রত্যাশাও একই রকম। তবে দুষ্কৃতকারীরা সুযোগ নিতে পারে—তাই সবাইকে একসঙ্গে থেকে তা প্রতিহত করার আহ্বান জানান তিনি।

ঢাকা মহানগরে ২৫৫টি এবং দেশের বিভিন্ন মহানগরে প্রায় ১ হাজার ২৭০টি মণ্ডপে পূজা হবে বলে ধারণা করা হচ্ছে। তবে তালিকা আপডেটের কারণে এ সংখ্যা কিছুটা বাড়তে পারে। তিনি বলেন, তালিকার বাইরে মণ্ডপ হলে আইনশৃঙ্খলা রক্ষায় সমস্যা দেখা দেয়, তাই প্রতিটি মণ্ডপের তথ্য প্রশাসনের কাছে দেওয়ার অনুরোধ করা হয়েছে।

নিরাপত্তার অংশ হিসেবে বিসর্জন কার্যক্রম সন্ধ্যা ৭টার মধ্যেই শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। পূজাকে ঘিরে কোনো বড় মেলা বসবে না, তবে অনুমতি নিয়ে ছোটখাটো দোকান বসতে পারবে।

উপদেষ্টা আরও জানান, নিরাপত্তা ব্যবস্থায় আনসার, পুলিশ, র‌্যাব ও বিজিবি মোতায়েন থাকবে। সীমান্তবর্তী এলাকায় বিজিবি মূল দায়িত্ব পালন করবে। আনসার সদস্যরা থাকবেন সর্বত্র, যার সংখ্যা দাঁড়াবে প্রায় সাড়ে তিন লাখ।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, সবার সহযোগিতায় এবারের দুর্গাপূজা হবে আরও শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button