ডাকসু নির্বাচন সামনে: পূর্বঘোষিত ছুটি বাতিল, কেবল ভোটের দিন ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের ঘোষণা—৮ ও ১০ সেপ্টেম্বর ক্লাস চলবে স্বাভাবিকভাবে, শুধু ৯ সেপ্টেম্বর ভোটের দিনে ক্লাস-পরীক্ষা বন্ধ


এবিএনএ: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ঘিরে তিন দিনের পূর্বঘোষিত ছুটি বাতিল করেছে নির্বাচন কমিশন। তবে ভোটের দিন অর্থাৎ আগামী ৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।
বুধবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসীম উদ্দীন।
তিনি জানান, নির্বাচনকে কেন্দ্র করে শুরুতে ৮, ৯ ও ১০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী শুধুমাত্র ভোটের দিন অর্থাৎ ৯ সেপ্টেম্বর ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। অন্যদিকে ৮ ও ১০ সেপ্টেম্বর যথারীতি সব ক্লাস ও পরীক্ষা চলবে।
অধ্যাপক জসীম উদ্দীন আরও বলেন, শিক্ষার্থীদের ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বদ্ধপরিকর।