ডাকসু ও হল সংসদ নির্বাচন: ২৮ পদে ৫৬৫, হলে ১,২২৬ জনের মনোনয়ন সংগ্রহ
বিশ্ববিদ্যালয়জুড়ে উৎসবের আমেজ, মঙ্গলবার বিকেল ৩টার মধ্যে জমা দিতে হবে মনোনয়নপত্র; সর্বাধিক সংগ্রহ শহীদুল্লাহ হলে, সর্বনিম্ন কুয়েত মৈত্রী হলে


এবিএনএ: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন সোমবার জমজমাট পরিবেশ বিরাজ করে ক্যাম্পাসে। ডাকসুর ২৮টি পদে মোট ৫৬৫টি মনোনয়নপত্র সংগ্রহ হয়েছে। পাশাপাশি ১৮টি হল সংসদ নির্বাচনের জন্য প্রার্থীরা নিয়েছেন মোট ১,২২৬টি মনোনয়নপত্র।
নির্বাচন কমিশনের নির্ধারিত সময় অনুযায়ী আগামী মঙ্গলবার বিকেল ৩টার মধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে হবে। এরপর যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া শুরু হবে।
হলভিত্তিক তথ্য অনুযায়ী, সর্বাধিক মনোনয়নপত্র সংগ্রহ হয়েছে ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে—৯৭টি। অন্যদিকে সবচেয়ে কম মনোনয়নপত্র নিয়েছেন বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের শিক্ষার্থীরা, সংখ্যা মাত্র ২৯।
এছাড়া সলিমুল্লাহ মুসলিম হলে ৭১ জন, জগন্নাথ হলে ৬৬ জন, ফজলুল হক মুসলিম হলে ৭৮ জন, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ৯৩ জন, রোকেয়া হলে ৪৬ জন, সূর্যসেন হলে ৯০ জন, হাজী মুহম্মদ মুহসীন হলে ৭৪ জন, শামসুন নাহার হলে ৩৭ জন, কবি জসীম উদ্দীন হলে ৭৪ জন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ৮৭ জন, শেখ মুজিবুর রহমান হলে ৬৯ জন, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ৩০ জন, অমর একুশে হলে ৮৪ জন, কবি সুফিয়া কামাল হলে ৪০ জন, বিজয় একাত্তর হলে ৮৮ জন এবং স্যার এ এফ রহমান হলে ৭৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়জুড়ে ইতোমধ্যেই নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের প্রত্যাশা, গণতান্ত্রিক এই প্রক্রিয়ার মাধ্যমে তারা একটি প্রাণবন্ত ও প্রতিনিধিত্বশীল ডাকসু ও হল সংসদ গড়ে তুলতে পারবেন।