শিক্ষা

৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচন, এবার ভোটকেন্দ্র থাকবে হলের বাইরে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদের ভোট এবার ছয়টি নিরপেক্ষ কেন্দ্রে অনুষ্ঠিত হবে—ঘোষণা দিলেন প্রধান রিটার্নিং কর্মকর্তা

এবিএনএ: দীর্ঘ প্রতীক্ষার পর ঘোষণা এলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)হল সংসদ নির্বাচনের তারিখ। আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বহুল প্রতীক্ষিত নির্বাচন।

মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সেনেট ভবনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দীন।


🗳️ এবার ভিন্নধর্মী উদ্যোগ: হলের বাইরে ভোট কেন্দ্র

ডাকসু নির্বাচনে এবার প্রথমবারের মতো হলের বাইরে ছয়টি নিরপেক্ষ কেন্দ্রে ভোট গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোটারদের যেন নির্বিঘ্নে এবং সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন, সেই উদ্দেশ্যে এই নতুন ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন।


📍 নির্ধারিত ভোট কেন্দ্রগুলো:

১. কার্জন হল কেন্দ্র (পরীক্ষার হল):
→ ভোটার: ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, অমর একুশে হল, ফজলুল হক হল

২. ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি):
→ ভোটার: রোকেয়া হল, শামসুন নাহার হল, কবি সুফিয়া কামাল হল

৩. শারীরিক শিক্ষা কেন্দ্র:
→ ভোটার: জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, সলিমুল্লাহ মুসলিম হল

  1. ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র:
    → ভোটার: বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল, শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল

  2. সেনেট ভবন কেন্দ্র (এলামনাই ফ্লোর, সেমিনার কক্ষ, ডাইনিং রুম):
    → ভোটার: স্যার এ এফ রহমান হল, হাজী মুহম্মদ মহসীন হল, বিজয় একাত্তর হল

  3. উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র:
    → ভোটার: সূর্য সেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, শেখ মুজিবুর রহমান হল, কবি জসীমউদ্দীন হল


🧭 পরবর্তী করণীয়

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যে নির্বাচনী প্রক্রিয়া দ্রুত শুরু করার প্রস্তুতি নিয়েছে। ছাত্র-ছাত্রীদের ভোটার তালিকা, প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ এবং প্রচার-প্রচারণার সময়সীমাও শিগগির ঘোষণা করা হবে বলে জানা গেছে।

এই নির্বাচনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচিত হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে অংশগ্রহণ করবে, যা বিশ্ববিদ্যালয় পরিচালনায় ছাত্রসমাজের সক্রিয় ভূমিকা নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button