জাতীয়

জাতিসংঘ অধিবেশনে ড. ইউনূসের সফরসঙ্গী তালিকায় জামায়াত ও এনসিপির আরও দুই নেতা

প্রধান উপদেষ্টা ড. ইউনূস এবার জাতিসংঘের সফরে বিএনপি, জামায়াত ও এনসিপির প্রতিনিধিদের নিয়ে যাচ্ছেন, যা বাংলাদেশে আলোচনার জন্ম দিয়েছে।

এবিএনএ:  জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে অংশ নিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী তালিকায় যুক্ত হয়েছেন জামায়াতে ইসলামী ও এনসিপির আরও দুই নেতা। তাঁরা হলেন— জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে ড. নকিবুর রহমান তারেক এবং এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা।

আজ রোববার রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়বেন ড. ইউনূস। তাঁর সঙ্গে থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের এবং এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।

দলীয় সূত্র জানায়, প্রতিনিধি দলে বিএনপির দুই নেতা অন্তর্ভুক্ত থাকায় সমানভাবে জামায়াত ও এনসিপি থেকেও প্রতিনিধিত্বের সুযোগ দেওয়া হয়। তবে ভিসা জটিলতার কারণে আগে থেকে যাদের মার্কিন ভিসা ছিল, তাদেরই বেছে নেওয়া হয়।

জামায়াত নেতা ডা. তাহের জানিয়েছেন, “সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে ড. নকিবুর রহমান যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখান থেকেই তিনি প্রতিনিধি দলে যোগ দেবেন।”

এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত জানান, ডা. তাসনিম জারা রোববার রাতেই যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করবেন।

উল্লেখযোগ্য বিষয় হলো, অতীতে জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দলে মন্ত্রীরা ও ক্ষমতাসীন দলের নেতারাই অংশ নিতেন। কিন্তু এবারই প্রথমবারের মতো ক্ষমতায় না থাকা রাজনৈতিক দলের প্রতিনিধিরা যুক্ত হচ্ছেন।

এর আগে প্রধানমন্ত্রী থাকাকালে শেখ হাসিনা বড় প্রতিনিধি দল নিয়ে অধিবেশনে অংশ নিয়েছিলেন। আর গত বছর ড. ইউনূস আট সদস্যের দল নিয়ে জাতিসংঘ সফর করেছিলেন। তবে এবার তাঁর প্রতিনিধি দলে সরাসরি রাজনৈতিক নেতারা যুক্ত হওয়ায় বিষয়টি ঘিরে দেশের রাজনীতিতে নতুন আলোচনা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button