ঢাবির বিজয় একাত্তর হলে অগ্নিকাণ্ড: ক্যান্টিনে আগুন, ফায়ার সার্ভিসের চার ইউনিটের অভিযান
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত, হতাহতের খবর নেই প্রাথমিকভাবে


এবিএনএ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের এক্সটেনশন ভবনের ক্যান্টিনে সোমবার সন্ধ্যায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। তবে শুরুতে আগুন লাগার সঠিক কারণ নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।
কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে আগুন লাগার খবর পেয়ে দ্রুতই চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। আগুন যাতে আশপাশের স্থাপনায় ছড়িয়ে না পড়ে, সে জন্য সতর্কতার সাথে কাজ চলছে।
এবিএনএ: বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ক্যান্টিনের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষার্থীদের এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীরা জানিয়েছেন, আগুন লাগার পর ক্যান্টিন এলাকায় ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং আতঙ্কিত হয়ে অনেকে দ্রুত হলের বাইরে চলে যান। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ঘটনার বিস্তারিত জানতে তদন্ত শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।




