বাংলাদেশ

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই: এক দিনে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১২

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১১৮ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২৯ হাজারেরও বেশি।

এবিএনএ:  ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দেশে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪১২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার সকালে হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত এ মৃত্যু ও আক্রান্তের ঘটনা ঘটে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১১৮ জনে। আর হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২৯ হাজার ৪৪ জন রোগী।

আঞ্চলিক হিসেবে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৫১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬৯ জন, ঢাকা দক্ষিণে ৫৩ জন, বরিশাল বিভাগে ১০২ জন, চট্টগ্রামে ৭৭ জন, খুলনায় ২৬ জন, ময়মনসিংহে চারজন এবং রাজশাহী বিভাগে ৩০ জন রয়েছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, এভাবে সংক্রমণ অব্যাহত থাকলে সেপ্টেম্বর-অক্টোবরে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। তারা ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম জোরদার করার পাশাপাশি সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button