খেলাধুলা

৮৪০ কোটিতে চেলসিতে ব্রাজিলিয়ান স্ট্রাইকার! পেদ্রোকে নিয়ে এল ব্লুজরা

নিউক্যাসলকে হারিয়ে ৫০ মিলিয়নে জোয়াও পেদ্রোকে দলে টানল চেলসি, চুক্তি ২০৩২ পর্যন্ত

এবিএনএ:  চেলসি আবারও দলবদলে বাজিমাত করল। এবার তাদের টার্গেট ব্রাজিলিয়ান স্ট্রাইকার জোয়াও পেদ্রো, যিনি ব্রাইটনের হয়ে মাঠ মাতিয়েছেন। ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ডকে দলে টানতে ব্লুজদের খরচ করতে হচ্ছে প্রায় ৫০ মিলিয়ন পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৮৪০ কোটি টাকা!

চুক্তি চূড়ান্ত হলেও এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে ইংলিশ সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক জানিয়েছে, নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই শেষে পেদ্রোকে নিজেদের দলে নিয়েছে চেলসি। মেডিকেল পরীক্ষার পরই চুক্তির ঘোষণা আসবে।

এই চুক্তির মেয়াদ ধরা হয়েছে ২০৩২ সাল পর্যন্ত। পেদ্রো দ্রুতই চেলসির ক্লাব বিশ্বকাপ স্কোয়াডে যুক্ত হবেন বলেই ধারণা করা হচ্ছে।

চেলসির আক্রমণভাগে বর্তমানে আছেন নিকোলাস জ্যাকসন, যিনি গোল করলেও সুযোগ নষ্ট আর ম্যাচে ধারাবাহিকতা না থাকায় সমালোচিত। আর তাই চেলসি কর্তৃপক্ষ চেয়েছিল এমন একজন স্ট্রাইকার, যিনি টেকনিক্যাল, বহুমুখী এবং আক্রমণে গতি বাড়াতে পারেন। সেই জায়গাতেই পেদ্রো আদর্শ পছন্দ।

ফিরমিনো-স্টাইলে খেলতে পছন্দ করেন পেদ্রো—ফলস নাইন, নাম্বার টেন বা উইং—সব পজিশনেই স্বাচ্ছন্দ্য। নিচে নেমে খেলা গড়ার দক্ষতায় তিনি অনেক কোচেরই পছন্দের তালিকায়।

তবে ব্রাইটনের হয়ে সদ্য সমাপ্ত মৌসুমে তেমন উজ্জ্বল ছিলেন না তিনি। ২০২৪-২৫ মৌসুমে করেছেন মোট ১০ গোল, যেখানে আগের মৌসুমে করেছিলেন ২০টি। সর্বশেষ পাঁচ ম্যাচে নিষিদ্ধও ছিলেন শৃঙ্খলাভঙ্গের কারণে।

তবু এই টাকায় ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে বিক্রি করে ব্রাইটন যে বেশ খুশি, তা বলাই যায়।

চেলসির ভক্তদের জন্য এটা নিঃসন্দেহে দারুণ এক খবর—নতুন মৌসুমে জোয়াও পেদ্রোর পায়ের জাদু দেখার অপেক্ষায় এখন গোটা স্ট্যামফোর্ড ব্রিজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button