গুলশানে সাবেক এমপির কাছ থেকে চাঁদা তুলতে গিয়ে ধরা খেল ছাত্রনেতা, গ্রেফতার ৫
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়কসহ পাঁচজন ৫০ লাখ টাকা চাঁদা দাবি করলে ১০ লাখ নিতে এসে হাতেনাতে আটক


এবিএনএ: রাজধানীর গুলশানে সাবেক এক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা আদায়ের চেষ্টা চালিয়ে হাতেনাতে ধরা পড়েছেন পাঁচজন। এদের মধ্যে একজন হলেন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ।
শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় গুলশান ৮৩ নম্বর রোডে ১০ লাখ টাকা নিতে গেলে তাদের গ্রেফতার করে পুলিশ। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদ আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্ত পাঁচজনকে থানা হেফাজতে রাখা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে, রিয়াদ গুলশান এলাকার একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তিনি ও তার সহযোগীরা সাবেক ওই এমপির কাছে নিজেদের সমন্বয়ক পরিচয় দিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন।
ওসি জানান, ওই সাবেক এমপি বিষয়টি গুলশান থানায় জানানোর পর পুলিশ আগে থেকেই নজর রাখছিল। টাকা লেনদেনের সময় অভিযুক্তদের হাতেনাতে ধরা হয়।
ঘটনার পর গোটা গুলশান এলাকায় ছাত্র রাজনীতির একটি নতুন চেহারা উঠে এসেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, ছাত্রনেতা পরিচয়ে কেউ যদি অপরাধে জড়ায়, তাদের কঠোর শাস্তি দেওয়া হবে।