কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ঘিরে সেনা মোতায়েন গুজব: আইএসপিআরের স্পষ্ট ঘোষণা
বিশ্ববিদ্যালয়গুলোর আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে সেনাবাহিনী মোতায়েনের কোনো নির্দেশনা নেই, আইএসপিআরের আনুষ্ঠানিক বিবৃতি


এবিএনএ: আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সেনাবাহিনী মোতায়েনের গুঞ্জন ছড়ালেও এ নিয়ে কোনো বাস্তবতা নেই বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। বৃহস্পতিবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে আইএসপিআর।
বিবৃতিতে জানানো হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত সংবাদে দাবি করা হচ্ছে যে ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনী দায়িত্ব পালন করবে। তবে সরকার এ ধরনের কোনো নির্দেশনা দেয়নি এবং ভবিষ্যতেও সেনাবাহিনীকে এ কাজে সম্পৃক্ত করার কোনো পরিকল্পনা নেই।
আইএসপিআরের বিবৃতিতে আরও বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে আসন্ন ছাত্র সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশেই অনুষ্ঠিত হবে। সেনাবাহিনীর পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, অংশগ্রহণকারী সব পক্ষ নিয়ম মেনে নির্বাচন সম্পন্ন করবে।
এছাড়া সেনাবাহিনী সবাইকে শুভকামনা জানিয়ে বলে, এ ধরনের বিভ্রান্তিকর সংবাদে কান না দিয়ে সুষ্ঠু নির্বাচনের জন্য একসঙ্গে কাজ করাই হবে সর্বোত্তম পথ।