রাজনীতি

বিজয়নগরে গণঅধিকারকর্মীদের ওপর লাঠিচার্জ: নুর-রাশেদসহ আহত ৫০, উত্তেজনা ছড়িয়ে পড়ল রাজধানীতে

জাতীয় পার্টির সঙ্গে সংঘর্ষের পর গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর রাতের লাঠিচার্জ, হাসপাতালে ভর্তি নুরুল হক নুর ও রাশেদ খানেরসহ আরও আহতরা

এবিএনএ:  রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনী গণঅধিকার কর্মীদের সরাতে লাঠিচার্জ করেছে। এতে গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৯ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে বিজয়নগরের গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। এর আগে সন্ধ্যায় দুই দলের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

পুলিশ ও সেনা সদস্যরা পরিস্থিতি সামাল দিয়েছিলেন, কিন্তু গণঅধিকার পরিষদ সংবাদ সম্মেলনের জন্য কার্যালয়ে আসার পর আবার উত্তেজনা ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা বাহিনী নেতা-কর্মীদের সরানোর জন্য সময় বেঁধে দেয় এবং পরে লাঠিচার্জ শুরু হয়। রক্তাক্ত অবস্থায় নুরকে রিকশায় করে হাসপাতালে নেওয়া হয়।

গণঅধিকার পরিষদের উচ্চপর্যায়ের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ অভিযোগ করেন, ‘জাতীয় পার্টি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলার প্রতিবাদে আমরা সংবাদ সম্মেলন করতে গিয়েছিলাম, তখন পুলিশ আমাদের ওপর লাঠিচার্জ করেছে’।

বর্তমানে নুরুল হক নুর ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন। রাশেদ খানসহ আটজন আহত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আহতদের মধ্যে আছেন হাসান তারেক (২৮), ফারজানা কিবরিয়া (৩০), মইনুল ইসলাম (৩৫), মেহবুবা ইসলাম (৩০), পুলিশের পরিদর্শক আনিছুর রহমান (৪২), আবু বক্কর (৩০) ও তারেক আজাদ (২৫)।

রাশেদ খান অভিযোগ করেন, “আমরা জাতীয় পার্টির কার্যালয়ে যাইনি। কিন্তু তারা এবং আওয়ামী লীগের কিছু সন্ত্রাসী হঠাৎ আমাদের মিছিলে হামলা চালায়। আমাদের কার্যালয়ের সামনে লাঠিপেটা করা হয়।”

পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত কাকরাইল থেকে মোট আটজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আহতদের সংখ্যা আরও বাড়তে পারে।

এর আগে সন্ধ্যায় জাপা কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা অভিযোগ করেছেন, তাদের মিছিলের সময় জাপার নেতা-কর্মীরা উসকানি সৃষ্টি করেছে। জাপা দাবি করছে, মিছিলের সময়ে তাদের ওপর হামলা হয়েছে।

গণঅধিকার পরিষদসহ কিছু রাজনৈতিক দলের অভিযোগ, সাবেক সামরিক শাসক হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিষ্ঠিত জাতীয় পার্টি ফ্যাসিবাদী শাসনকে বৈধতা দেয়ার ক্ষেত্রে সহায়তা করেছে। তারা দাবি করছেন, আওয়ামী লীগের পাশাপাশি জাপার কার্যক্রমও স্থগিত করা উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button