বিসিবি সভাপতির চিঠি নিয়ে নতুন মোড়, হাইকোর্টের আদেশ স্থগিত করল চেম্বার আদালত
নির্বাচনে কাউন্সিলর মনোনয়ন ঘিরে জটিলতা, রাষ্ট্রপক্ষের আবেদনের পর ২৮ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত রইল হাইকোর্টের নির্দেশ


এবিএনএ: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে জেলা ও বিভাগীয় এডহক কমিটি থেকে কাউন্সিলর মনোনয়ন চেয়ে সভাপতির পাঠানো চিঠি নিয়ে সৃষ্টি হওয়া জটিলতা নতুন মোড় নিয়েছে। হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে চেম্বার আদালত সোমবার বিকেলে হাইকোর্টের আদেশ ২৮ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করেছে।
চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ এবং বিসিবির পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী ব্যারিস্টার মাহিন এম রহমান।
এর আগে দুপুরে হাইকোর্ট বিসিবি সভাপতির চিঠির কার্যক্রম ১৫ দিনের জন্য স্থগিত করেছিলেন এবং কেন চিঠিটিকে অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে রুল জারি করেন। দশ দিনের মধ্যে সংশ্লিষ্টদের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছিল।
রিট আবেদনের শুনানি করেছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রিটটি দায়ের করেছিলেন চারজন – রাজবাড়ীর মঞ্জুরুল আলম, গোপালগঞ্জের জসিম উদ্দিন খসরু, লক্ষ্মীপুরের মঈনুদ্দিন চৌধুরী এবং টাঙ্গাইলের আলী ইমাম।
গত ১৮ সেপ্টেম্বর বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নির্বাচনের জন্য এডহক কমিটি থেকে কাউন্সিলর মনোনয়নের অনুরোধ জানিয়ে চিঠি পাঠান। সেই চিঠির বৈধতাকে কেন্দ্র করে আদালতে আইনি লড়াই চলছে, যা বিসিবি নির্বাচনের প্রক্রিয়াকে আরও অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে।