বাংলামোটরে আওয়ামী লীগের মিছিল, মোটরসাইকেলসহ আটক ৬
রাজধানীর বাংলামোটরে আওয়ামী লীগের নেতাকর্মীদের আকস্মিক মিছিল, পুলিশের অভিযানে ছয়জন আটক হয়ে রমনা থানায় নেওয়া হয়েছে।


এবিএনএ: রাজধানীর বাংলামোটরে আকস্মিকভাবে মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় পুলিশের অভিযানে ছয়জনকে আটক করা হয় এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে রূপায়ন টাওয়ারের সামনে থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে মিছিল শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলে অংশ নেওয়া শতাধিক নেতাকর্মী স্লোগান দেন—‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’।
পরে পুলিশ অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম। তিনি জানান, “কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিকেল ৩টার দিকে মিছিল বের করে। সেখান থেকে মোটরসাইকেলসহ ছয়জনকে আটক করা হয়েছে। তাদের রমনা থানায় নেওয়া হয়েছে।”
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।