খেলাধুলা

এশিয়া কাপের আগে ঘরের মাঠে নেদারল্যান্ডস সিরিজ, ঘোষণা দিল বিসিবি

৯ সেপ্টেম্বর শুরু এশিয়া কাপ, তার আগে সিলেটে হবে বাংলাদেশ-নেদারল্যান্ডসের তিন ম্যাচের টি-২০ সিরিজ; ঘোষণা এলো সূচি ও প্রাথমিক দল

এবিএনএ:   এশিয়া কাপ শুরুর আগেই বড় প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সংযুক্ত আরব আমিরাতে আসন্ন এশিয়া কাপ ৯ সেপ্টেম্বর শুরু হলেও তার আগে ঘরের মাঠে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ নেদারল্যান্ডস।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার (৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৩০ আগস্ট থেকে শুরু হবে এই সিরিজ। সফরকারী নেদারল্যান্ডস দল ২৬ আগস্ট ঢাকায় পা রাখবে এবং প্রথম ম্যাচ মাঠে গড়াবে ৩০ আগস্ট। বাকি দুটি ম্যাচ হবে ১ ও ৩ সেপ্টেম্বর।

বিসিবি জানায়, উভয় বোর্ড ই-মেইলের মাধ্যমে আলোচনা করে সিরিজের সূচি চূড়ান্ত করেছে।

এশিয়া কাপের প্রস্তুতি শুরু ৬ আগস্ট

এই সিরিজকে সামনে রেখে এবং এশিয়া কাপকে গুরুত্ব দিয়ে ৬ আগস্ট থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে প্রাথমিক ফিটনেস ক্যাম্প। মোট ২৫ জন ক্রিকেটার অংশ নিচ্ছেন ক্যাম্পে, যা চলবে ১৫ আগস্ট পর্যন্ত।

২০ আগস্ট দল যাবে সিলেটে, সেখান থেকেই নেদারল্যান্ডস সিরিজে অংশ নেবে ডাক পাওয়া ক্রিকেটাররা।

এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াড

প্রাথমিক দলে রাখা হয়েছে নিয়মিত পারফর্মার থেকে উদীয়মান তারকাদেরও।
স্কোয়াডে রয়েছেন:
লিটন দাস, তানজিদ তামিম, নাঈম শেখ (এ), সৌম্য সরকার, পারভেজ ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম, নাসুম আহমেদ, হাসান মাহমুদ (এ), তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান (এ), মাহিদুল ইসলাম অঙ্কন (এ), সাইফ হাসান (এ)।

এই সিরিজের মাধ্যমে জাতীয় দলের মূল স্কোয়াড নির্বাচন আরও সহজ হবে বলে মনে করছেন নির্বাচকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button