খেলাধুলা

সিলেটে ডাচদের ব্যাটিং ধস, একশ’র কিছু পরেই অলআউট

বাংলাদেশি বোলারদের তোপে ১৭.৩ ওভারে মাত্র ১০৩ রানে গুটিয়ে গেল নেদারল্যান্ডস

এবিএনএ:  সিলেটে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে বাংলাদেশ আবারও দেখালো দুর্দান্ত বোলিং শক্তি। টস জিতে নেদারল্যান্ডসকে আগে ব্যাটিংয়ে পাঠায় স্বাগতিকরা। তবে ব্যাট হাতে নামার পর থেকেই চাপে পড়ে যায় ডাচরা। মাত্র ১৭.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১০৩ রানে থামে তাদের ইনিংস।

ইনিংসের শুরুতে বল হাতে দারুণ ছন্দে ছিলেন নাসুম আহমেদ। তৃতীয় ওভারেই পরপর দুই উইকেট তুলে নেন তিনি। এরপর তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের আগুনঝরা বোলিংয়ে একের পর এক উইকেট হারিয়ে ধসে পড়ে অতিথি দলের ব্যাটিং লাইনআপ।

ওপেনার বিক্রমজিৎ সিং কিছুটা লড়াই করার চেষ্টা করলেও (১৭ বলে ২৪ রান), তার সঙ্গী ম্যাক্স ওডাউড মাত্র ৮ রান করে ফিরে যান। অধিনায়ক স্কট এডওয়ার্ড (৯), শারিজ আহমেদ (১২) রান করে বিদায় নিলে বিপর্যয় আরও প্রকট হয়। ১০ ওভারের আগেই ৬১ রানে ৬ উইকেট হারিয়ে বসে নেদারল্যান্ডস।

শেষ দিকে কিছুটা লড়াই করেন নয়ে নামা বোলার আরিয়ান দত্ত। ২৪ বলে ৩০ রানের ইনিংসে তিনটি চার ও একটি ছক্কা মারেন তিনি। তার ব্যাটেই একশ’র ঘর পেরোয় ডাচরা।

বাংলাদেশের বোলারদের মধ্যে নাসুম ছিলেন সেরা, ৪ ওভারে ২১ রান খরচায় নেন ৩ উইকেট। তাসকিন ৪ ওভারে ২২ রান দিয়ে ও মুস্তাফিজ ৩ ওভারে ১৮ রান দিয়ে নিয়েছেন ২টি করে উইকেট। শেখ মাহেদী হাসান ও তানজিম সাকিবও একটি করে উইকেট শিকার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button