নেপালকে বিধ্বস্ত করে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
জাওয়াদ আবরারের দুর্দান্ত ফিফটি ও বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ৭ উইকেটের সহজ জয়


এবিএনএ: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশ। আফগানিস্তানকে হারিয়ে আসর শুরু করার পর নেপালের বিপক্ষেও শক্তিশালী পারফরম্যান্স দেখিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।
সোমবার দুবাইয়ের আইসিসি সেভেন একাডেমি স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরুতে কিছুটা প্রতিরোধ গড়লেও নেপাল যুব দল বেশিক্ষণ টিকতে পারেনি। মোহাম্মদ সবুজের তিনটি এবং সাদ ইসলাম, শাহরিয়ার ইসলাম ও তামিমের জোড়া উইকেটে ৩১.১ ওভারে ১৩০ রানেই গুটিয়ে যায় নেপাল।
নেপালের দুই ওপেনার ৬.৪ ওভারে ৪০ রানের জুটি গড়লেও দ্রুত ভাঙে সেই প্রতিরোধ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। লোয়ার-মিডল অর্ডারে আশিষ লুহার ও অভিষেক তিওয়ারির লড়াকু ইনিংসে কোনোমতে তিন অঙ্কের স্কোরে পৌঁছায় তারা।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ শুরুতেই দুই উইকেট হারালেও জাওয়াদ আবরার ও কালাম সিদ্দিকির দৃঢ় জুটিতে আর কোনো বিপদ হয়নি। তৃতীয় উইকেটে ৯২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তারা।
আফগানিস্তানের বিপক্ষে আগের ম্যাচে বড় ইনিংস খেলা জাওয়াদ আবরার এদিনও ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন। ৬৮ বল মোকাবিলা করে অপরাজিত ৭০ রান করেন তিনি, যেখানে ছিল সাতটি চার ও তিনটি ছক্কা। কালাম সিদ্দিকি ৩৪ রানের কার্যকর ইনিংস খেলেন।
২৫ ওভারেরও বেশি বল হাতে রেখে লক্ষ্য পূরণ করায় গ্রুপ পর্বে বাংলাদেশের অবস্থান আরও মজবুত হয়েছে।




