নিষেধাজ্ঞা অমান্য করে গুলিস্তানে ঝটিকা মিছিল, ডিবির হাতে আটক ১১ আওয়ামী কর্মী
সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও রাজধানীর গুলিস্তানে ঝটিকা মিছিল করায় আটক হন আওয়ামী লীগের ১১ নেতাকর্মী, ডিবি জানিয়েছে তাৎক্ষণিক অভিযান


এবিএনএ: সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকার গুলিস্তানে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। রবিবার এই ঘটনায় গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে দলটির ১১ জন নেতাকর্মীকে আটক করেছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এক বিবৃতিতে জানান, গুলিস্তানে আচমকা মিছিল বের করে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী। আইন ভঙ্গ করায় ঘটনাস্থল থেকে ১১ জনকে আটক করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
প্রসঙ্গত, ছাত্র ও সাধারণ জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর, চলতি বছরের ১২ মে সরকার একটি প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগসহ তাদের সব অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে।
প্রজ্ঞাপনে উল্লেখ ছিল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত দলটির যেকোনো প্রকাশনা, গণমাধ্যমে প্রচারণা, অনলাইন কার্যক্রম, সামাজিক যোগাযোগমাধ্যমে উপস্থিতি, সভা-সমাবেশ, মিছিল, কিংবা সম্মেলনের আয়োজন সম্পূর্ণ নিষিদ্ধ।
সরকারি সিদ্ধান্ত অমান্য করে মিছিল করায় আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বলে ডিবি সূত্রে জানা গেছে। এমন ঘটনায় রাজনৈতিক অঙ্গনে ফের উত্তেজনা তৈরি হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, নিষিদ্ধ ঘোষণার পর যেকোনো ধরণের সংগঠনবদ্ধ কার্যকলাপ অপরাধের শামিল এবং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
এ ঘটনায় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি সরকার ও নিষিদ্ধ সংগঠনের মধ্যে উত্তেজনার নতুন রূপ নিতে পারে, যা ভবিষ্যতে আরও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করতে পারে।
Share this content: