খেলাধুলা

রেকর্ড রান উৎসবে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয়, দক্ষিণ আফ্রিকা বিধ্বস্ত

তিন সেঞ্চুরির ঝড়ে ৪৩১ রানে পাহাড় গড়ল অজিরা, ২৭৬ রানের ব্যবধানে পেল দ্বিতীয় সর্বাধিক বড় জয়

এবিএনএ: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া। ম্যাকায়ের গ্রেট ব্যারিয়ার রিফ এরেনায় তারা ৪৩১ রানের পাহাড় গড়ে প্রোটিয়াদের গুঁড়িয়ে দিয়েছে। ম্যাচটি অস্ট্রেলিয়ার ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক বড় জয় হিসেবে জায়গা করে নিয়েছে।

ব্যাট হাতে দুর্দান্ত তিন সেঞ্চুরি উপহার দেন ট্রাভিস হেড, মিচেল মার্শ ও ক্যামেরুন গ্রিন। হেড খেলেন ১০৩ বলে ১৪২ রানের ঝড়ো ইনিংস, যেখানে ছিল ১৭টি চার ও পাঁচটি ছক্কা। তার সঙ্গে ওপেনিং জুটিতে অধিনায়ক মার্শ তুলে নেন ১০৬ বলে ১০০ রান। এরপর তিনে নামা গ্রিন ৫৫ বলে খেলেন বিস্ফোরক ১১৮ রানের ইনিংস, ছয়টি চার ও আটটি ছক্কার মার দিয়ে। অ্যালেক্স কেরিও দলীয় সংগ্রহে যোগ করেন দ্রুতগতির ৫০ রান।

৪৩১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা শুরুতেই ধসে পড়ে। মাত্র ৫০ রানের মধ্যেই তারা হারায় চার উইকেট। যদিও টনি ডি জর্জি (৩০ বলে ৩৩) ও ডেওয়াল্ড ব্রেভিস (২৮ বলে ৪৯) কিছুটা প্রতিরোধ গড়েন, কিন্তু সেটি যথেষ্ট হয়নি। শেষ পর্যন্ত ২৪.৫ ওভারে ১৫৫ রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা।

অস্ট্রেলিয়ার তরুণ বাঁ-হাতি স্পিনার কুপার কনলি ছিলেন বোলিংয়ের নায়ক। মাত্র ২২ রানে পাঁচ উইকেট তুলে নেন তিনি। এছাড়া জাভিয়ের বার্টলেট ও শেন অ্যাবোট পান দুটি করে উইকেট।

তবে সিরিজে ২-১ ব্যবধানে জয়ী হয়েছে দক্ষিণ আফ্রিকাই। কিন্তু অস্ট্রেলিয়ার এই ঐতিহাসিক জয় দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে ক্রিকেটপ্রেমীদের কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button