এশিয়া কাপ ২০২৫ এবার আমিরাতে, চূড়ান্ত সূচি প্রকাশ, ভারত-পাকিস্তান ম্যাচে বাড়ছে উত্তেজনা
৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ ২০২৫; আটটি দল অংশ নিচ্ছে টি-টোয়েন্টি আসরে, আয়োজক সংযুক্ত আরব আমিরাত


এবিএনএ: ২০২৫ সালের এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত সময়সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC)। এবারের আসর বসছে সংযুক্ত আরব আমিরাতে, যেখানে ৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই জনপ্রিয় টুর্নামেন্ট।
এবারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে, যেখানে অংশ নিচ্ছে মোট আটটি দল। অংশগ্রহণকারী দলগুলো হলো—বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকং।
সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত এসিসির বার্ষিক সাধারণ সভায় টুর্নামেন্টের ভেন্যু ও সময়সূচি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। শুরুতে ভারত-পাকিস্তান রাজনৈতিক উত্তেজনার কারণে ভেন্যু নিয়ে অনিশ্চয়তা থাকলেও, এসিসি সভাপতি ও পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি ঘোষণা দেন যে, এবারের পুরো আয়োজনই হবে নিরপেক্ষ ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে।
যদিও টেকনিক্যালি ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আসরের আয়োজক, তবে ভারতের সঙ্গে পাকিস্তানের একটি পূর্ব চুক্তি অনুযায়ী, আগামী তিন বছর এ ধরনের বড় ম্যাচগুলো নিরপেক্ষ মাঠে অনুষ্ঠিত হবে। তাই এবারের আসরের সব ম্যাচই আমিরাতেই হবে।
২০২৩ সালের শেষ আসরে ভারত শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। যদিও এবারের আসরের গ্রুপ ভাগ এখনো প্রকাশ হয়নি, তবে ক্রিকেটীয় ঐতিহ্য অনুযায়ী ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে রাখা হতে পারে, যা টুর্নামেন্টে বাড়তি উত্তেজনা যোগ করবে।
সংযুক্ত আরব আমিরাতের আবহাওয়া ও অবকাঠামো আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য আগেও প্রমাণিত হয়েছে। তাই এবারের এশিয়া কাপ নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে বেশ উচ্ছ্বাস দেখা যাচ্ছে।
ক্রিকেটবিশ্বের চোখ এখন ভারত-পাকিস্তান ম্যাচের দিকে, যা প্রতিবারই টুর্নামেন্টের সবচেয়ে আলোচিত ম্যাচ হয়ে ওঠে।