মেলবোর্নে দিব্যর সঙ্গে হঠাৎ দেখা, পিঠ চাপড়ে শুভেচ্ছা জানালেন আমির খান
বলিউড তারকা আমির খানের সঙ্গে অস্ট্রেলিয়ায় সাক্ষাৎ করে মুগ্ধ অভিনেতা দিব্য জ্যোতি, শ্যাম বেনেগালের সঙ্গে তার কাজের প্রশংসাও করলেন আমির


এবিএনএ: অস্ট্রেলিয়ার মেলবোর্নে এক বিশেষ মুহূর্তের সাক্ষী হলেন বাংলাদেশের তরুণ অভিনেতা দিব্য জ্যোতি। দেশের জনপ্রিয় নাট্যকার বৃন্দাবন দাস ও অভিনেত্রী শাহনাজ খুশির এই সন্তান অভিনয়ে যেমন সমান দক্ষ, তেমনি পড়াশোনার পাশাপাশি দেশ-বিদেশে ঘুরে বেড়াতেও ভালোবাসেন।
সম্প্রতি মেলবোর্ন ভ্রমণের সময় দিব্যর সঙ্গে হঠাৎ দেখা হয়ে যায় বলিউডের সুপারস্টার আমির খানের। মা শাহনাজ খুশি সামাজিক মাধ্যমে সেই ছবিটি শেয়ার করেছেন। ছবিতে দেখা যায়—দিব্য কাঁধে ব্যাগ ঝুলিয়ে শার্টের ওপর ফুল স্লিভ সোয়েটার পরে দাঁড়িয়ে আছেন আমির খানের পাশে, আর আমির খানের পরনে কালো কুর্তা ও সাদা পাজামা।
শাহনাজ খুশির ভাষায়, দিব্য প্রথমে নিজেকে বাংলাদেশের একজন অভিনেতা হিসেবে পরিচয় দেন, কথা বলেন, আর প্রিয় নায়কের সঙ্গে ছবি তোলার সুযোগ নেন। কথোপকথনের এক পর্যায়ে দিব্য জানায় যে, ভারতের নন্দিত পরিচালক শ্যাম বেনেগালের সঙ্গে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় তিনি কাজ করেছেন।
এই খবর শুনে আমির খান বিশেষ আন্তরিকতা দেখান এবং দিব্যর পিঠ চাপড়ে শুভেচ্ছা জানান। কারণ, তিনি নিজেও শ্যাম বেনেগালের বড় ভক্ত এবং গর্বের সঙ্গে তার প্রশংসা করেন।
শাহনাজ খুশি পোস্টে আরও লেখেন, “অচেনা ও অখ্যাত একজন শিল্পীর প্রতিও আমির খানের এমন বিনয় ও সম্মান প্রদর্শন সত্যিই দিব্যর জন্য অনুপ্রেরণামূলক।”