বিশ্বকাপের স্বপ্নে বিভোর আফিদা, ইতিহাস গড়া নারী দলকে চাই বিশ্বমঞ্চে
এশিয়ান কাপ নিশ্চিতের পর এবার বিশ্বকাপের স্বপ্ন দেখছেন অধিনায়ক আফিদা খন্দকার, শনিবার মুখোমুখি হচ্ছে তুর্কমেনিস্তানের বিরুদ্ধে


এবিএনএ: বাংলাদেশ নারী ফুটবল দলের ইতিহাসে এক অনন্য অর্জন—এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়া। মিয়ানমারকে পরাজিত করে কোয়ালিফাই করেই উচ্ছ্বাসে ভাসছে পুরো দল।
এই ঐতিহাসিক জয়ের পরও সামনে অপেক্ষা করছে আরেকটি ম্যাচ—শনিবার (৫ জুলাই) তুর্কমেনিস্তানের বিপক্ষে। যদিও এটি শুধুই নিয়মরক্ষার ম্যাচ, তবু দলের প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই।
দলের অধিনায়ক আফিদা খন্দকার জানালেন, এশিয়া কাপের টিকিট পাওয়া কেবল শুরু—তাঁর স্বপ্ন আরও অনেক দূর।
বাফুফে প্রকাশিত ভিডিওবার্তায় আফিদা বলেন, “এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। বাংলাদেশের নারী ফুটবলের ইতিহাসে আমরা প্রথমবার এশিয়ান কাপে কোয়ালিফাই করেছি। এটা বিশাল গর্বের মুহূর্ত।”
তিনি আরও বলেন, “পুরো দল চমৎকার মেজাজে আছে। আজ ট্রেনিং সেশনে সবাই খুব এনজয় করেছে। দেশের মানুষের যে ভালোবাসা ও সমর্থন আমরা পাচ্ছি, তা আমাদের এগিয়ে যাওয়ার শক্তি।”
তুর্কমেনিস্তানের বিপক্ষে ম্যাচটি নিয়মরক্ষার হলেও গুরুত্ব হারায়নি। কারণ, আফিদার চোখে এখন বিশ্বকাপ। “এই ম্যাচেও আমরা সেরা পারফর্ম করতে চাই। ভবিষ্যতে বিশ্বকাপে খেলার স্বপ্ন আমাদের সবার। সামনে যদি সেই সুযোগ আসে, আমরা সেটি কাজে লাগাতে চাই,” বলেন আফিদা।
বাংলাদেশ নারী ফুটবল দলের এমন সাফল্য কেবল গর্বই নয়, ভবিষ্যতের অনুপ্রেরণাও। বিশ্বমঞ্চে লাল-সবুজের প্রতিনিধিত্ব দেখার অপেক্ষায় এখন গোটা জাতি।