আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে মৃত ১৪০০ ছাড়াল, আহত সহস্রাধিক
কুনার প্রদেশে ৬ মাত্রার ভূমিকম্পে ঘরবাড়ি ধ্বংস, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ


এবিএনএ: আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪০০-এর বেশি। আফগান সরকারের মুখপাত্র জানায়, এই দুর্যোগে আহত হয়েছেন অন্তত ৩ হাজার ২৫১ জন এবং ৮ হাজারেরও বেশি ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়েছে।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পূর্বাঞ্চলের কুনার প্রদেশে। স্থানীয় সময় রবিবার মধ্যরাতে প্রবল কম্পনটি অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ এবং এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার। অগভীর হওয়ায় ক্ষয়ক্ষতির মাত্রা আরও তীব্র হয়ে উঠে।
কুনার প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান এহসানুল্লাহ এহসান জানিয়েছেন, এখন পর্যন্ত চারটি গ্রামে উদ্ধার অভিযান পরিচালিত হয়েছে। তবে দুর্গম পাহাড়ি এলাকায় এখনও অনেক পরিবার আটকা রয়েছে। তার ভাষায়, “আমরা নিশ্চিত করে বলতে পারছি না কতজন ধ্বংসস্তূপের নিচে রয়েছেন। দ্রুত উদ্ধার অভিযান শেষ করে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ কার্যক্রম শুরু করার চেষ্টা চলছে।”
এ ঘটনাকে আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে অন্যতম ভয়াবহ ভূমিকম্প হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে। ইতোমধ্যেই আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানানো হয়েছে। সীমিত সরঞ্জাম নিয়েই স্থানীয় উদ্ধারকর্মীরা নিরলসভাবে দুর্গত এলাকায় কাজ চালিয়ে যাচ্ছেন।