জাতীয়শিক্ষা

ডাকসু নির্বাচনে ফল প্রত্যাখ্যান: আবিদুল ইসলাম খানের তীব্র প্রতিক্রিয়া

ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান অভিযোগ করলেন—পরিকল্পিত কারচুপি ও অনিয়মের মাধ্যমে ফলাফল সাজানো হয়েছে।

এবিএনএ:  ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফলকে ‘পরিকল্পিত প্রহসন’ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছেন ছাত্রদল সমর্থিত সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতের দিকে তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে লিখেন, “দুপুরের পরই অনুমান করেছিলাম, ফলাফল কারচুপির মাধ্যমে সাজানো হবে। সংখ্যাগুলো নিজের মতো করে বসিয়ে দেওয়া হয়েছে। আমি এই পরিকল্পিত প্রহসনকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি।”

এর আগে দিনভর ছাত্রদল সমর্থিত প্রার্থীরা বিভিন্ন ভোটকেন্দ্রে অনিয়ম, ভোট জালিয়াতি এবং পরিকল্পিত কারচুপির অভিযোগ তোলেন। ফলাফল ঘোষণার সময় আবিদুল ইসলাম খানের এই প্রতিক্রিয়া নতুন আলোচনার জন্ম দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button