রাজনীতি

কাকরাইলে জাতীয় পার্টি কার্যালয়ের সামনে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল

রাজধানীতে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত একাধিক; পুলিশ ও সেনা মোতায়েন

এবিএনএ:  রাজধানীর কাকরাইল এলাকায় জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদ ও জাপা কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার দিকে সংঘর্ষ শুরু হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

জাপার পক্ষ থেকে অভিযোগ করা হয়, গণঅধিকার পরিষদের মিছিল আসার পর তাদের ওপর হামলা চালানো হয়। অন্যদিকে গণঅধিকার পরিষদের দাবি, জাপা কার্যালয়ের সামনে থাকা নেতাকর্মীরাই প্রথমে ইটপাটকেল ছুড়ে উসকানি দেয়।

ঘটনায় কয়েকজন আহত হলেও তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে অন্তত ১০-১৫ জন গণঅধিকার পরিষদের কর্মীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান সংগঠনের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

তিনি অভিযোগ করেন, “আমাদের শান্তিপূর্ণ মিছিল পল্টন জিরো পয়েন্ট থেকে নাইটেঙ্গেল মোড়ের দিকে যাচ্ছিল। এ সময় জাতীয় পার্টির অফিস থেকে ইটপাটকেল ছোড়া হয়। সেখানে শুধু জাপা নয়, আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীরাও উপস্থিত ছিল।”

সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ, সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য। রমনা থানার পরিদর্শক (অপারেশন) আতিকুল আলম খন্দকার বলেন, “আমরা ঘটনাস্থলে আছি। বিস্তারিত তদন্তের পর বলা যাবে।”

এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে রাতেই সংবাদ সম্মেলন ও মশাল মিছিল করার ঘোষণা দিয়েছে গণঅধিকার পরিষদ।

রাজনৈতিক মহলে দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে, জাতীয় পার্টি আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার সহযোগী শক্তি হিসেবে কাজ করছে। অনেক সমালোচক বলছেন, ফ্যাসিবাদী শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখতে জাপার ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল এবং এখনো আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button