৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার নতুন রুটিন প্রকাশ, এবার কবে কোন বিষয়ের পরীক্ষা?
স্থগিতের পর প্রকাশিত হলো ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার সংশোধিত সময়সূচি, বিস্তারিত জানাল পিএসসি


এবিএনএ:
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করেছে। রবিবার কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
নতুন রুটিন অনুযায়ী, ২৪ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে আবশ্যিক বিষয়ের পরীক্ষা। এরপর ১০ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত নেয়া হবে পদ-সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা।
পরীক্ষাগুলো দেশের আটটি বিভাগীয় কেন্দ্রে—ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর এবং ময়মনসিংহে অনুষ্ঠিত হবে।
এর আগে ৮ মে থেকে ১৯ মে পর্যন্ত এই পরীক্ষার সময় নির্ধারিত ছিল, তবে পরীক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে তা স্থগিত করা হয়।
গত ৯ মে প্রকাশিত হয় ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল। এতে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৬৩৮ জন প্রার্থী।
২০২৩ সালের ৩০ নভেম্বর প্রকাশিত ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার মোট ৩ হাজার ১৪০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে—সহকারী সার্জন পদে ১ হাজার ৬৮২ জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে ১৬ জন।
এছাড়াও শিক্ষা ক্যাডারে ৫২০ জন, প্রশাসনে ২৭৪ জন, পুলিশে ৮০ জন, পররাষ্ট্রে ১০ জন, আনসারে ১৪ জন, মৎস্যে ২৬ জন এবং গণপূর্তে ৬৫ জনকে নিয়োগের পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, এই বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের জন্য পিএসসির কাছে জমা পড়েছে প্রায় ৩ লাখ ৩৮ হাজার আবেদন।
Share this content: